আকাশ ভেঙে বৃষ্টি, ছাতার নিচে লিটনদের উদ্‌যাপন

আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শেষ হয়েছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শেষটা যদিও বাংলাদেশের জন্য ভালো হয়নি। হার ৭৪ রানে। তবে প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত ছিল বাংলাদেশের। তবে ট্রফি হাতে উদ্‌যাপনের মুহূর্তেই আকাশ ভেঙে নামল বৃষ্টি। প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হকের ছবিতে দেখুন লিটনদের ট্রফি উদ্‌যাপনসহ বিভিন্ন মুহূর্তের ছবি—
১ / ৭
ম্যাচ শেষ, হাত মেলাচ্ছেন দুই দলের খেলোয়াড়েরা। তখনো বৃষ্টির দেখা নেই
প্রথম আলো
২ / ৭
পুরো ম্যাচ শেষ হলো নির্বিঘ্নে। কিন্তু খেলা শেষ হতেই নামল বৃষ্টি। পুরস্কার বিতরণীর সময় বাংলাদেশের খেলোয়াড়েরা দাঁড়ালেন ছাতার নিচে
প্রথম আলো
৩ / ৭
মাঠের বিভিন্ন প্রান্তে থাকা ছাতা এনেও যেন কুলোচ্ছিল না। এক ছাতার নিচে দাঁড়িয়েই পুরস্কার বিতরণী সেরেছেন বাংলাদেশ ও পাকিস্তানের খেলোয়াড়েরা
প্রথম আলো
৪ / ৭
বৃষ্টির মধ্যেই সিরিজসেরার পুরস্কার নিলেন জাকের আলী
প্রথম আলো
৫ / ৭
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি যখন বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের হাতে ট্রফি তুলে দিচ্ছিলেন, তখন ঝুম বৃষ্টি। ছবির জন্য ঠিকঠাক পোজ দেওয়া দায়!
প্রথম আলো
৬ / ৭
সিরিজজয়ের ট্রফি বুঝে নিতে ছাতার নিচে এলেন অন্যরাও
প্রথম আলো
৭ / ৭
বৃষ্টির মধ্যেই ছাতার নিচে চলল উদ্‌যাপন
প্রথম আলো