‘টেস্টে ভারতকে হারিয়ে দিতে পারে পাকিস্তান’

টেস্টে ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক ফর্ম পুরোপুরি বিপরীতমুখীছবি: বিসিসিআই, পিসিবি

রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ খেলে না প্রায় এক যুগ হতে চলল। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল টেস্টে সর্বশেষ মুখোমুখি হয়েছে আরও আগে, সেই ২০০৭ সালে।

যদিও ক্রিকেট-সংশ্লিষ্টদের চাওয়া, বৈরিতাকে এক পাশে সরিয়ে রেখে নিয়মিত মুখোমুখি হোক ভারত-পাকিস্তান। এই দলে আছেন পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তাঁরা রোহিত-কোহলি-বুমরাদের সঙ্গে বাবর-রিজওয়ান-আফ্রিদিদের টেস্ট সিরিজ দেখতে চান। বর্তমান ফর্মের বিচারে সেই সিরিজে পাকিস্তান জিতবে বলে বিশ্বাস তাঁদের।

টেস্টে ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক ফর্ম বিপরীতমুখী। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছে রোহিতের দল, যা নিজেদের মাটিতে টেস্ট সিরিজে ভারতের দ্বিতীয়বার ধবলধোলাই হওয়ার ঘটনা। অন্যদিকে নিজেদের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান।

নিউজিল্যান্ডের স্পিনারদের সামলাতে ব্যর্থ হয়েছে ভারত
ছবি: বিসিসিআই

ভারতীয়দের বেদনা আর পাকিস্তানিদের আনন্দ—দুটি ক্ষেত্রেই আলোচনায় স্পিনাররা। নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস ও ইশ সোধির বলে হাপিত্যেশ করতে দেখা গেছে ভারতীয় ব্যাটসম্যানদের। সিরিজে ভারতের ৬০ উইকেটের ৩৭টি নিয়েছেন কিউই স্পিনাররা। গতকাল শেষ হওয়া মুম্বাই টেস্টেও ভারতের ২০ উইকেটের ১৬টি স্পিনারদের দখলে।

বিপরীতে মুলতান ও রাওয়ালপিন্ডিতে শেষ দুই টেস্টে ইংল্যান্ডের ৪০ উইকেটের সব কটি নিয়েছেন পাকিস্তানের তিন স্পিনার নোমান আলী (২০), সাজিদ খান (১৯) ও জাহিদ মেহমুদ (১)।

যেখানে স্পিনারদের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানদের সাম্প্রতিক পরিসংখ্যান খুব বাজে, সেখানে স্পিন দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করছে পাকিস্তান। এ অবস্থায় দুই দল মুখোমুখি হলে জিতবে কোন দল? বরাবরই ভারতের ব্যর্থতা নিয়ে ‘পৈশাচিক আনন্দে’ ফেটে পড়া মাইকেল ভন পাকিস্তানকেই এগিয়ে রাখছেন। তাতে সায় দিয়েছেন ওয়াসিম আকরাম।

আরও পড়ুন

আজ শুরু হওয়া অস্ট্রেলিয়া-পাকিস্তান ওয়ানডে সিরিজে ধারাভাষ্যকারের দায়িত্বে আছেন ভন ও আকরাম। মেলবোর্নে প্রথম ওয়ানডেতে ধারাভাষ্য দেওয়ার এক পর্যায়ে তাঁদের আলোচনায় উঠে আসে কাল নিউজিল্যান্ডের কাছে ভারতের ধবলধোলাই-প্রসঙ্গ।

২০০৭ সালে বেঙ্গালুরু টেস্টে ভারতের হরভজন সিং (বাঁয়ে) ও পাকিস্তানের শোয়েব আখতার। ওই ম্যাচের পর দুই দল আর কখনো টেস্টে মুখোমুখি হয়নি
ছবি: এএফপি

ভারত-পাকিস্তানের বর্তমান ফর্ম বিবেচনায় দুই দলের টেস্ট সিরিজ একটি আকর্ষণীয় প্রতিযোগিতা হয়ে উঠতে পারে বলে মত ভনের, ‘আমি ভারত ও পাকিস্তানের মধ্যে টেস্ট সিরিজ দেখতে চাই। এখন খেলা হলে স্পিন সহায়ক উইকেটে পাকিস্তান ভারতকে হারিয়ে দিতে পারে।’

আকরাম ভনের কথায় সায় দিয়ে বলেন, ‘হ্যাঁ, স্পিন সহায়ক উইকেটে টেস্ট হলে ভারতকে হারিয়ে দেওয়ার সুযোগ আছে পাকিস্তানের। ওরা (ভারত) ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে।’

আরও পড়ুন

অস্ট্রেলিয়া সফরে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও খেলবে পাকিস্তান। কামিন্স-ম্যাক্সওয়েলদের বিপক্ষে বাবরদের সিরিজ চলার সময়ই অস্ট্রেলিয়ায় যাবে রোহিত-কোহলিদের ভারত। সেখানে তাঁরা বোর্ডার-গাভাস্কার ট্রফিতে খেলবেন।

অন্য দলগুলোর ওপর নির্ভর না করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সেই সিরিজে ভারতকে ৪-০ ব্যবধানে জিততে হবে।