সূর্যবংশীর সঙ্গে ভুয়া আলিঙ্গনের ছবি, রাগে ফুঁসছেন প্রীতি জিনতা
‘চলো, ওকে গিয়ে হাই বলে আসি।’
বৈভব সূর্যবংশীর ব্যাটিং দেখে অন্য অনেকের মতো প্রীতি জিনতাও এতটাই মুগ্ধ হয়েছেন যে আইপিএলে গত ১৮ মে রাজস্থান রয়্যালস-পাঞ্জাব কিংস ম্যাচ শেষে নিজেই বিস্ময়বালকের দিকে এগিয়ে যান।
সূর্যবংশী প্রথমে প্রীতির সঙ্গে করমর্দন করে। এরপর দুজনের মধ্যে সংক্ষিপ্ত আলাপচারিতা হয়। প্রীতির সঙ্গে প্রথমবারের মতো দেখা হওয়ার পর স্পষ্টতই অভিভূত হয়ে পড়ে সূর্যবংশী। এ সময় তার মুখে ছিল লাজুক হাসি।
সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছে সূর্যবংশীর দল রাজস্থান রয়্যালস। ভিডিওর আবহ সংগীতে বাজানো হয়েছে প্রীতি জিনতা অভিনীত ‘কোই মিল গ্যায়া’ সিনেমার গান।
প্রীতি জিনতার সঙ্গে কিশোর প্রতিভা বৈভব সূর্যবংশীর আলাপচারিতার সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়। কিন্তু সাইবার অপরাধের এই যুগে অসৎ মানুষ কতভাবেই তো তিলকে তাল বানায়।
বলিউড অভিনেত্রী ও পাঞ্জাব কিংসের মালিক প্রীতির সঙ্গেও তেমন কিছুই হয়েছে। তাঁর সঙ্গে সূর্যবংশীর সেদিনের ওই ভিডিও থেকে ছবি বানিয়ে কেউ এমনভাবে বিকৃতি করেছে, যেখানে দেখা যাচ্ছে তাঁরা দুজন আলিঙ্গন করছেন।
এডিট করা সেই ছবি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। কয়েকটি সংবাদমাধ্যম সেটিকে সত্যি ধরে নিয়ে খবরও প্রকাশ করেছে। বিষয়টি প্রীতি জিনতার নজরে আসতেই তিনি বেজায় চটেছেন।
৫০ বছর বয়সী এই অভিনেত্রী আজ নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘এটি একটি বিকৃত ছবি এবং ভুয়া খবর। এখন সংবাদ চ্যানেলগুলোও বিকৃত ছবি ব্যবহার করছে এবং সেগুলোকে খবরের আইটেম হিসেবে তুলে ধরছে। এসব দেখে আমি সত্যিই অবাক হয়েছি।’
গত ১৮ মে তারিখটা প্রীতি জিনতার জন্য ছিল বিশেষ দিন। ১১ বছরের অপেক্ষা ফুরিয়ে তাঁর দল পাঞ্জাব কিংস এদিনই যে আইপিএল প্লে-অফে নাম লিখিয়েছে!
জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে সেদিন রাজস্থানের বিপক্ষে ১০ রানে জয়ের পর মাঠে নেমে আসেন পাঞ্জাবের মালিক প্রীতি। সদা হাস্যোজ্জ্বল এই অভিনেত্রী প্রথমে দলের সবাইকে অভিনন্দন জানান। এরপর প্রতিপক্ষ রাজস্থান খেলোয়াড়দের সঙ্গেও কুশল বিনিময় করেন। সূর্যবংশীর সঙ্গে দেখা করা সেটিরই অংশ ছিল।
১৪ বছর বয়সী সূর্যবংশী সেদিন প্রীতির পাঞ্জাবের বিপক্ষে ৪টি করে চার ও ছক্কায় ১৫ বলে ৪০ রান করেন।