হেড এলেন, পেটালেন এবং চলে গেলেন

৫৭ রান করেছেন হেডএএফপি

কী করবেন আগেই জানা ছিল। এমনিতেই মিডল অর্ডারে নেমে আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেন। এবার তো দলের কৌশলের অংশ হিসেবে তাঁকে নিয়ে আসা হয়েছে ওপেনিংয়ে। উদ্দেশ্যে শ্রীলঙ্কার বোলারদের শুরুতেই চাপে ফেলা।

গল টেস্টের প্রথম দিনে ট্রাভিস হেড ওপেনিংয়ে নেমে সেটাই করলেন। করেছেন ৩৫ বলে ফিফটি। ৪০ বলে ৫৭ রান করে যখন আউট হলেন, তখন অস্ট্রেলিয়ার রান ১৪.৩ ওভারে ৯২। মানে ভালো শুরু পেয়ে গেছে অস্ট্রেলিয়া।

হেডের ৫৭ রানের ইনিংসে ৪৬ রানই এসেছে বাউন্ডারি থেকে। শুরুটা করেন ইনিংসের দ্বিতীয় বল থেকেই। আসিতা ফার্নান্দোর করা ম্যাচের প্রথম ওভারেই চার মারেন ৩টি। এরপর প্রভাত জয়াসুরিয়া, নিশান পেরিস সবাইকেই খেলেছেন দাপটের সঙ্গে।

৯২ রানের জুটি গড়েছেন হেড ও খাজা
এএফপি

তাতে ইনিংসের ১২তম ওভারেই ক্যারিয়ারের ১৮তম টেস্ট ফিফটি পান হেড। যদিও শুরুতেই তাঁকে ফেরানোর সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কা। ফার্নান্দোর বলে এলবিডব্লু হয়েছিলন হেড। শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা রিভিউ নেননি বলেই বেঁচে গেছেন হেড।

আরও পড়ুন

আরেক ওপেনার উসমান খাজাও নীরব দর্শক ছিলেন না। হেড খেলেছেন টি-টোয়েন্টি, খাজা খেলেছেন ওয়ানডে। পেয়েছেন ৭১ বলে ফিফটি। এই দুই ওপেনারের ফিফটিতেই লাঞ্চ বিরতি পর্যন্ত ৩২ ওভারে ২ উইকেটে ১৪৫ রান তুলতে পেরেছে অস্ট্রেলিয়া। খাজা অপরাজিত ৬৫ রানে। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ অপরাজিত ২ রানে। হেডের পর আউট হয়েছেন মারনাস লাবুশেন। তিনি আউট হয়েছেন জেফরি ভ্যান্ডারসের বলে।

স্মিথ-খাজাও ফিরতে পারতেন। তবে দুজনকেই জীবন দিয়েছেন শ্রীলঙ্কার ফিল্ডাররা।
হেড-খাজার সেশনে স্মিথও আলো কেড়েছেন। টেস্টে ৯৯৯৯ রান নিয়ে উইকেটে আসা স্মিথ ইনিংসের প্রথম বলেই ছুঁয়েছেন ১০ হাজার রানের মাইলফলক।

আরও পড়ুন