বিপিএলের ঢাকা পর্বের সূচি দেখে নিন

এবারের বিপিএলে এখন পর্যন্ত ৩২টি ম্যাচ হয়েছেপ্রথম আলো

বিপিএল ফিরল ঢাকাতে। ৩০ ডিসেম্বর ঢাকায় শুরু হওয়া বিপিএল সিলেট ও চট্টগ্রাম ঘুরে এখন শেষ পর্যায়ে। এখন পর্যন্ত ম্যাচ শেষ হয়েছে ৩২টি। ঢাকায় হবে লিগ পর্বের বাকি ১০ ম্যাচ ও প্লে-অফ, ফাইনাল আরও ৪ ম্যাচ।

টুর্নামেন্ট শেষের পথে হলেও এখনো কোনো দল বিপিএল থেকে ছিটকে যায়নি। ১০ ম্যাচে ৩ জয় পাওয়া ঢাকা ও এক ম্যাচে কম খেলে ২টিতে জেতা সিলেট অন্তত কাগজে কলমে টিকে আছে। দুর্বার রাজশাহীর অবস্থাও খুব বেশি ভালো নয়।

আরও পড়ুন

১০ ম্যাচে তাদের জয় ৪টিতে। রংপুর রাইডার্স সবার আগে প্লে-অফে উঠেছে। শেষ চারে রংপুরের সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে ফরচুন বরিশাল, চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। তবে এখনো কিছুই নিশ্চিত নয়। তাদের ভাগ্য নির্ধারণ হবে সামনের ম্যাচগুলোতে। এই ম্যাচগুলোর সূচি দেখে নেওয়া যাক—

ঢাকা পর্বের সূচি

বিপিএল প্লে–অফের সূচি