আফগানিস্তানকে কি হারাতে পারবে বাংলাদেশ

আফগানিস্তানের মুখোমুখি হওয়ার আগে অনুশীলনে বাংলাদেশ দলছবি: বিসিবি

বাংলাদেশের এশিয়া কাপ শুরু হচ্ছে আজ। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত আটটায় আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয় তুলে নিয়ে শুভসূচনা করে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচে আফগানিস্তানকেই ফেবারিট মানছেন অনেকে।

জিম্বাবুয়েতে সাদা বলে দুই সংস্করণেই সিরিজ হেরে এশিয়া কাপে পা রেখেছে বাংলাদেশ দল। তবে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের মতো দুই অভিজ্ঞ ক্রিকেটার জিম্বাবুয়ে সফরে ছিলেন না।

এশিয়া কাপে তাঁদের দুজনের পাশাপাশি পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকেও পাচ্ছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টিতে এ পর্যন্ত ৩ ম্যাচ জিতেছে বাংলাদেশ। ৫ ম্যাচ জিতে এই সংস্করণে আফগানিস্তানই এগিয়ে। প্রিয় পাঠক, আজ কোন দল জিতবে?

ভোটে আপনার মতামত দিন।