ফ্র্যাঞ্চাইজি লিগকে দায় হাফিজের, বিপিএলে আরও পাঁচ পাকিস্তানিকে অনাপত্তি দিল পিসিবি

পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজইনস্টাগ্রাম/মোহাম্মদ হাফিজ

দুটি আলাদা খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে পাঁচ ক্রিকেটারকে অনাপত্তিপত্র দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর পাকিস্তান দলের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে ব্যর্থতার দায় খেলোয়াড়দের ওপর চাপিয়েছেন টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজ।

খবর আলাদা হলেও যোগসূত্র একই। অন্তত হাফিজের দাবি অনুসারে তা-ই। পাকিস্তানের হয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে খেলতে যাওয়া ক্রিকেটাররা নাকি ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়েই বেশি মগ্ন ছিলেন। তাদের ভাবনায় ছিল বাংলাদেশের বিপিএল আর সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি।

আজ দ্য নিউজ ইন্টারন্যাশনালের খবরে বলা হয়, আমের জামাল, সাইম আইয়ুব, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নেওয়াজ ও আকিফ জাভেদকে বিপিএলের অনাপত্তিপত্র দিয়েছে পিসিবি। তাঁদের মধ্যে সাইম ও হাসনাইন বেশ আগেই অনাপত্তিপত্র চেয়েছিলেন। তবে এক বছরে তিনটি লিগের অনাপত্তিপত্র নিয়ে ফেলায় এবং হাসনাইন চোট থেকে ফেরায় প্রথমে অনুমতি দেওয়া হয়নি।

হাসনাইন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সাইম দুর্দান্ত ঢাকার হয়ে খেলবেন। বাঁহাতি স্পিনার নেওয়াজ খেলবেন খুলনা টাইগার্সে। আন্তর্জাতিক অভিষেক না হওয়া বাঁহাতি পেসার আকিফ জাভেদকে দলভুক্ত করেছে ফরচুন বরিশাল। এই দল থেকে শোয়েব মালিক চলে যাওয়ায় আহমেদ শেহজাদের আসার কথা রয়েছে। তিনি অনাপত্তিপত্রের আবেদন করেছেন। অনাপত্তিপত্র পাওয়া পাঁচ ক্রিকেটারের মধ্যে হাসনাইন, নেওয়াজ ও জাভেদ গতকালই বাংলাদেশে পা রেখেছেন।

আরও পড়ুন

এদিকে জিও নিউজের খবরে বলা হয়, অস্ট্রেলিয়ায় টেস্ট ও নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে দেশে ফিরে পিসিবির কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন টিম ডিরেক্টর হাফিজ। অস্ট্রেলিয়ায় তিন টেস্টের সিরিজে ৩-০ আর নিউজিল্যান্ডে পাঁচ টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারে পাকিস্তান। বৈঠকে পিসিবির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান শাহ খাওয়ার এবং প্রধান পরিচালন কর্মকর্তা সালমান নাসিমকে হাফিজ জানান, সফরে ম্যাচে খেলোয়াড়দের মনোযোগের অভাব ছিল। তাঁদের মূল মনোযোগ ছিল চলমান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণের প্রতি।

নিউজিল্যান্ডে সিরিজ শেষ করে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা এসেছেন বাংলাদেশে, শাহিন আফ্রিদি গেছেন সংযুক্ত আরব আমিরাতে। এই ক্রিকেটারদের আগেই অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল। তবে ফখর জামান, ইফতিখার আহমেদরা অনাপত্তিপত্র পাননি

এর আগে অনাপত্তিপত্র ছাড়াই খেলতে এসে শেষ পর্যন্ত তা না পেয়ে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে আসা মোহাম্মদ হারিস।

আরও পড়ুন