৫০০তম টি–টোয়েন্টিতে ম্যাচসেরা নারাইন, ৮৩ করেও হার কোহলির

২২ বলে ৪৭ রান করেছেন নারাইনএক্স

পাঞ্জাবের বিপক্ষে খেলেছিলেন ৪৯ বলে ৭৭ রানের ইনিংস। আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেললেন ৫৯ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংস। এমন ইনিংসের পরও যদিও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিততে পারেনি। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতার কাছে তারা হেরেছে ৭ উইকেটে। এবারের আইপিএলে আগের ৯ ম্যাচেই জিতেছিল স্বাগতিকেরা। বেঙ্গালুরু সেই ধারা ধরে রাখতে পারেনি।

কোহলি এক প্রান্ত আগলে স্বচ্ছন্দে খেলে গেলেও অন্য প্রান্ত থেকে তেমন ধ্বংসাত্মক ইনিংস আসেনি। আগে ব্যাটিং করে বেঙ্গালুরু তোলে ১৮২ রান। যা সুনীল নারাইন ও ফিল সল্টের ৩৯ বলে ৮৬ রানের ওপেনিং জুটির পর সহজেই তাড়া করে কলকাতা। এ নিয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেল কলকাতা। বেঙ্গালুরু ৩ ম্যাচ খেলে জিতেছে ১টিতে।

নিজের ৫০০তম টি-টোয়েন্টিতে এদিন চিন্নাস্বামী স্টেডিয়ামে ঝড় তোলেন নারাইন, করেন ২২ বলে ৪৭। হয়েছেন ম্যাচসেরা। আরেক ওপেনার সল্ট করেন ২০ বলে ৩০। এরপর ৩ নম্বরে ক্রিজে এসে ভেঙ্কটেশ আইয়ার করেন ৩০ বলে ৫০। অধিনায়ক শ্রেয়াস আইয়ারও আজ ব্যাট হাতে রান পেয়েছেন। ২৪ বলে ৩৯ রান করে অপরাজিত ছিলেন তিনি।

কোহলি রান পেলেও ডু প্লেসি রান পাননি
এএফপি

এর আগে ওপেনার কোহলি রান পেলেও আজ ব্যর্থ হয়েছেন বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলরা। একাধিক জীবন পেয়েও আজ ১৯ বলে ২৮ রান করেছেন ম্যাক্সওয়েল। ক্যামেরন গ্রিন অবশ্য বড় ইনিংসের সম্ভাবনা জাগিয়েছিলেন।

আরও পড়ুন

তবে আন্দ্রে রাসেলের বলে ২১ বলে ৩৩ রান করে বোল্ড হয়ে ইনিংস বড় করতে পারেননি। বেঙ্গালুরুর রানটা ১৮২ পর্যন্ত পৌঁছায় শেষে দীনেশ কার্তিকের ৮ বলে ২০ রানের ইনিংসে। ৮৩ রানের ইনিংস খেলার পথে বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ২৪১টি ছক্কার মারার রেকর্ড গড়েছেন কোহলি। ছাড়িয়ে গেছেন ২৩৯ ছক্কার মালিক ক্রিস গেইলকে। তিনি এই কীর্তি গড়েছেন ২৩২ ইনিংসে। গেইল ২৩৯টি ছক্কা মেরেছেন মাত্র ৮৪ ইনিংসে।

জিতলেও মিচেল স্টার্কের ফর্ম নিয়ে বোধ হয় দুশ্চিন্তায় থাকতে হচ্ছে কলকাতাকে। আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি এই ক্রিকেটার এবারের টুর্নামেন্টে প্রথম ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভারে ৫৩ রান দেওয়ার পর আজ খরচ করেছেন ৪৭ রান।

সংক্ষিপ্ত স্কোর

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ২০ ওভারে ১৮২/৬
(কোহলি ৮৩*, গ্রিন ৩৩, ম্যাক্সওয়েল ২৮, কার্তিক ২০; রাসেল ২/২৯, রানা ২/২৯, নারাইন ১/৪০)
কলকাতা নাইট রাইডার্স: ১৬.৫ ওভারে ১৮৬/৩
(ভেঙ্কটেশ ৫০, নারাইন ৪৭, সল্ট ৩০, শ্রেয়াস ৩৯*; ডাগর ১/২৩ বৈশাখ ১/২৩)
ফল: ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সুনীল নারাইন

আরও পড়ুন