র‍্যাঙ্কিংয়ে ৩৯ বছর পর আবার দেখা গেল এমন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেঞ্চুরি করেছিলেন ট্রাভিস হেড (বাঁয়ে)। টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছেন এই বাঁহাতি। দুইয়ে স্টিভেন স্মিথছবি: রয়টার্স

ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দারুণ ব্যাটিংয়ের ফলটা আইসিসির সাপ্তাহিক র‌্যাঙ্কিং হালনাগাদে পেল অস্ট্রেলিয়া দল। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ২০৯ রানে জয়ের সে ম্যাচে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ট্রাভিস হেড। ১৭৪ বলে ১৬৩ রানের সেই ইনিংসের কল্যাণে টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন হেড। এর মধ্য দিয়ে ৩৯ বছর পর দারুণ এক ঘটনাও দেখল ক্রিকেট–বিশ্ব।

আরও পড়ুন

টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৯০৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেন। ৮৮৫ পয়েন্ট নিয়ে দুইয়ে তাঁর জাতীয় দল সতীর্থ স্টিভেন স্মিথ। আজ হালনাগাদ করা র‌্যাঙ্কিংয়ে হেড তিনে উঠে আসায় ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ তিনজনই একটি দল থেকে জায়গা করে নিলেন।  

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেন
ছবি: রয়টার্স

টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এক দল থেকেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করার এমন নজির সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৮৪ সালের ডিসেম্বরে। সেবার ওয়েস্ট ইন্ডিজের তিন কিংবদন্তি শীর্ষ তিনে উঠে এসেছিলেন—গর্ডন গ্রিনিজ (৮১০ পয়েন্ট নিয়ে শীর্ষে), ক্লাইভ লয়েড (৭৮৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়) ও ল্যারি গোমেজ (৭৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয়)।

আরও পড়ুন

ব্যাটসম্যানদের সঙ্গে বোলিংয়েও আছে অস্ট্রেলীয়দের উন্নতির ছাপ। বোলারদের টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ইংল্যান্ডের ওলি রবিনসনের সঙ্গে ষষ্ঠ স্থান ভাগ করে নিয়েছেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট এবং প্রথম ইনিংসে ১ উইকেট নিয়েছিলেন লায়ন।

ফাইনালে ৫ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ান পেসার স্কট বোল্যান্ডেরও র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। পাঁচ ধাপ এগিয়ে ৩৬তম স্থানে উঠে এসেছেন বোল্যান্ড। ফাইনালে দলে সুযোগ না পাওয়া ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। দুইয়ে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ও তিনে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে কোনো পরিবর্তন ঘটেনি। শীর্ষস্থান রবীন্দ্র জাদেজাই ধরে রেখেছেন। এখানে দুইয়ে অশ্বিন।