ফাইনালে যেমন হতে পারে ভারত ও অস্ট্রেলিয়ার একাদশ
গ্রুপ পর্বে ভারত প্রথম ম্যাচই খেলেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। এবারের বিশ্বকাপে এই একটি ম্যাচেই খেলেছেন স্পিন বোলিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের বেশ চাপেই ফেলেছিলেন তিনি।
মাত্র ১ উইকেট নিলেও দিয়েছিলেন মোটে ৩৪ রান। ফাইনালে ভারতের সামনে আবারও অস্ট্রেলিয়া? অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেডের দুজনই বাঁহাতি। আরও একবার কি একাদশে ফিরবেন অশ্বিন? অস্ট্রেলিয়াও কি ভারতের বিপক্ষে ফাইনালে সেমিফাইনালের একাদশের নিয়েই মাঠে নামবে?
অশ্বিন একাদশে ঢোকার প্রশ্ন এলেই এই প্রশ্নও আসে—খেলবেন কার জায়গায়? রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল—এ পাঁচজন একাদশে নিশ্চিত। এরপর ব্যাটিংয়ে আসেন সূর্যকুমার যাদব। সূর্যকেও একাদশের বাইরে রাখার সুযোগ নেই।
তাহলে ব্যাটিং অর্ডার কিছুটা হলেও দুর্বল হবে ভারতের। রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজও একাদশে নিশ্চিত। তাই অশ্বিন অস্ট্রেলিয়ার বিপক্ষে কার্যকর হতে পারেন—এমন একটা সম্ভাবনা থাকলেও তাঁর একাদশে ঢোকার সম্ভাবনা খুব একটা নেই। অর্থাৎ সেমিফাইনালের একাদশ নিয়েই মাঠে নামবে ভারত।
অস্ট্রেলিয়া মারনাস লাবুশেনের জায়গায় মার্কাস স্টয়নিসের কথা ভাবতে পারে। তবে ভারতের এমন বোলিং আক্রমণের বিপক্ষে লাবুশেনের ওপরই বেশি আস্থা রাখার কথা অস্ট্রেলিয়ার। সে ক্ষেত্রে তাদের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ লাবুশেন ও স্টিভ স্মিথের দুজনই একাদশে থাকতে পারেন।
আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ যে উইকেটে হয়েছিল, সেই উইকেটেই হবে ফাইনাল। বৃষ্টির কোনো শঙ্কা নেই। তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সন্ধ্যার পর মাঠে শিশিরের একটা প্রভাব থাকত পারে; যদিও সেটা কমাতে ঘাসে একধরনের রাসায়নিক ছিটানো হয়েছে।
ভারতের সম্ভাব্য একাদশ রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।