নুরুল, ইয়াসির, লিটনের ফেরার দিনে ব্যাটিংয়ে বাংলাদেশ

আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশবিসিবি

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফ্রেন্ডলি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাটিং করবে বাংলাদেশ। এ ম্যাচ দিয়েই দলে ফিরছেন নুরুল হাসান, লিটন দাস, ইয়াসির আলী। চোটের কারণে তিনজনই মিস করেন এশিয়া কাপ।

জিম্বাবুয়ে সফরে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন লিটন। ইয়াসিরের চোট অবশ্য তারও আগের, ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই ফিরে এসেছিলেন তিনি। বিশ্বকাপ দলে আছেন দুজনই, আজ মাঠেও নামছেন।

সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নুরুল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে আগে থেকেই অনাপত্তিপত্র নেওয়া আছে সাকিবের। দলের সঙ্গে সরাসরি নিউজিল্যান্ডে যোগ দেবেন তিনি।

এর আগে জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশকে দুটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন নুরুল। চোটের কারণে শেষ ম্যাচ খেলতে পারেননি, এরপর মিস করেছেন এশিয়া কাপও।

দেশে প্রস্তুতি ক্যাম্প ব্যাহত হওয়ার পর আরব আমিরাতে প্রস্তুতি ক্যাম্পের কথা জানিয়েছিল বিসিবি। এরপর সেখানে হচ্ছে দুই ম্যাচের সিরিজ।

প্রথম ম্যাচে দলে পেসার হিসেবে আছেন মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। তাঁদের মধ্যে শরীফুল বিশ্বকাপের মূল দলে নেই। আরব আমিরাতের এ সফরে বিশ্বকাপের মূল দলের সঙ্গে গেছেন স্ট্যান্ডবাইয়ে থাকা ক্রিকেটাররাও।

বাংলাদেশ একাদশ

নুরুল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, শরীফুল ইসলাম।

সংযুক্ত আরব আমিরাত একাদশ

মুহাম্মাদ ওয়াসিম, চিরাগ সুরি, সিপি রিজওয়ান, ভৃত্য অরবিন্দ, জুনাইদ সিদ্দিক, বাসিল হামিদ, জাওয়ার ফরিদ, সাবির আলী, কার্তিক মিয়াপ্পন, আরিয়ান লাকরা, আয়ান খান।