রাবেয়ার অলরাউন্ড পারফরম্যান্সে টানা দ্বিতীয় জয় বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের

মেয়েদের ত্রিদেশীয় অনূর্ধ্ব–১৯ সিরিজে টানা দ্বিতীয় ম্যাচ জিতেছে বাংলাদেশ। এই ছবিটি প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পরেরবিসিবি ফাইল ছবি

শ্রীলঙ্কার পর এবার পাকিস্তানকেও হারাল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দল। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ত্রিদেশীয় টি–টোয়েন্টি টুর্নামেন্টে ৩৬ রানে জিতেছেন বাংলাদেশের মেয়েরা।

আগের ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়ে শ্রীলঙ্কাকে হারানো বাংলাদেশের মেয়েরা আজ টস জিতে ব্যাটিং নিয়ে ৪ উইকেটে ১৩৬ রান করেন। ওপেনার মোসাম্মত ইভা ছাড়া বলার মতো রান পেয়েছেন ব্যাটিং করা অন্য চার ব্যাটারই।

দলকে ২৪ রানে রেখে ফেরেন ৬ রান করা ইভা। এরপর আরবিন তনিকে নিয়ে ৪২ রান যোগ করা আরেক ওপেনার সুমাইয়া সুবর্ণা ৩৩ বলে ২৪ রান করে আউট হন। ৩০ বলে ৩১ রান করা তনি ফেরেন তৃতীয় ব্যাটার হিসেবে দলকে ৯০ রানে রেখে।

বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানার কাছে থেকে ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন অলরাউন্ডার রাবেয়া খান। প্রথম ম্যাচেও সেরার পুরস্কার জিতেছেন রাবেয়া
বিসিবি

এরপর রাবেয়া খানকে নিয়ে চতুর্থ উইকেটে ৪১ বলে ৪৬ রান যোগ করেন অধিনায়ক সুমাইয়া আক্তার। ইনিংসের শেষ বলে ফেরা অধিনায়ক ২৪ বলে করেছেন ইনিংস সর্বোচ্চ ৩২ রান। অলরাউন্ডার রাবেয়া ২৩ বলে ২৩ রান করে অপরাজিত ছিলেন।

রাবেয়া পরে বোলিংয়েও বড় অবদান রেখে টানা দ্বিতীয় ম্যাচে পেয়েছেন ম্যাচসেরার স্বীকৃতি। লেগ স্পিন বোলিংয়ে ৪ ওভারে ১০ রান দেওয়া রাবেয়া পেয়েছেন ১টি উইকেট। সেই উইকেটটি পাকিস্তান ইনিংসে সর্বোচ্চ ৩৯ রান করা ওপেনার আইমান ফাতিমার।

আরও পড়ুন

ওপেনার সামিয়া আফসারকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৫১ রান তুলে ফেলেছিলেন ফাতিমা। সামিয়াকে বোল্ড করে জুটি ভাঙেন আফিয়া আসিমা। ফাতিমা ফেরেন ১৩.১ ওভারে দলকে ৬৯ রানে রেখে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানো পাকিস্তান শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ঠিক ১০০ রানে থামে। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ১২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন আফিয়া।

ডাবল লিগ পদ্ধতির টুর্নামেন্টে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল। পাকিস্তান ও শ্রীলঙ্কা, দুই দলেরই পয়েন্ট ১ করে। বৃহস্পতিবার ভেজা আউটফিল্ডের কারণে পরিত্যক্ত হয়েছিল দুই দলের ম্যাচটি।

আরও পড়ুন