সিরিজ শুরুর আগেই ইংল্যান্ড দলে চোটের হানা, দলে উইল জ্যাকস

ওয়ানডে ক্রিকেট পা রাখার অপেক্ষায় জ্যাকসছবি: টুইটার

টম অ্যাবেলের চোটে কপাল খুলল উইল জ্যাকসের। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন এই ব্যাটসম্যান। আজ শনিবার বাংলাদেশে পৌঁছানোর কথা জ্যাকসের। এ তথ্য জানিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার ম্যাট সোমারফোর্ড।

ম্যাট সোমারফোর্ড জানিয়েছেন, ‘ওয়ানডে সিরিজের জন্য উইল জ্যাকসকে দলে ডাকা হয়েছে। আজই তাঁর ঢাকায় পৌঁছানোর কথা। টেস্ট দলের সঙ্গে এত দিন নিউজিল্যান্ডে ছিলেন জ্যাকস।’

আরও পড়ুন

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে সিরিজের দলে থাকলেও এক ম্যাচেও একাদশে সুযোগ মেলেনি জ্যাকসের। বাংলাদেশ সফরের জন্য ঘোষণা করা ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলেও আছেন এই ইংলিশ ব্যাটসম্যান।

বিপিএলে খেলার সময় আফিফ হোসেনের সঙ্গে উইল জ্যাকস
ছবি: প্রথম আলো

ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত দুটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি খেলেছেন জ্যাকস। প্রথমবার ওয়ানডে ক্রিকেটে মাঠে নামার অপেক্ষায় তিনি। বাংলাদেশের ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে জ্যাকসের।

বিপিএলের ২০২১-২২ মৌসুমে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই ব্যাটসম্যান। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ১১ ম্যাচে ৪১ গড় আর ১৫৫ স্ট্রাইক রেটে ৪১৪ রান করেছিলেন তিনি।

আরও পড়ুন

জ্যাকস যাঁর জায়গায় ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন, সেই টম অ্যাবেল বাংলাদেশ সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় ছিলেন। তবে সাইড স্ট্রেইনের কারণে পুরো সফর থেকে ছিটকে পড়েছেন ইংল্যান্ডের এই ব্যাটসম্যান।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য চলতি মাসের শুরুতে আলাদা দুটি দল ঘোষণা করে ইংল্যান্ড। দুই সংস্করণের দলেই ছিলেন অ্যাবেল।
২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে পৌঁছেছে  ইংল্যান্ড দল। ১ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ৩ ও ৬ মার্চ। ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত। দুই দলই এরই মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে ফেলেছে।

আরও পড়ুন