হুইপের দায়িত্ব নিতে বিপিএল থেকে বিরতি মাশরাফির

মাশরাফি বিন মর্তুজাপ্রথম আলো

জাতীয় সংসদে হুইপের দায়িত্ব নিতে চলতি বিপিএল থেকে বিরতি নিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজ এক বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজি। বিপিএলের চলতি সংস্করণে এ পর্যন্ত ৫ ম্যাচ খেলে ১টি উইকেট পেয়েছেন মাশরাফি। তাঁর সিলেটও ৫ ম্যাচ খেলে এখনো জয় তুলে নিতে পারেনি।

আরও পড়ুন

সিলেট স্ট্রাইকার্সের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় সংসদে হুইপের দায়িত্ব নিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম সংস্করণ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি। রাজনৈতিক দায়িত্ব পালন ও ব্যস্ততার ফাঁকে সুযোগ মিললে এ মৌসুমে পরবর্তী সময়ে সিলেটের হয়ে খেলবেন মাশরাফি। সিলেট স্ট্রাইকার্সের সহ–অধিনায়ক মোহাম্মদ মিঠুন মাশরাফির অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন।’ বিজ্ঞপ্তিতে মাশরাফিকে কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়েছে, ‘ফ্র্যাঞ্চাইজি দল সিলেট স্ট্রাইকার্স দলের প্রতি মাশরাফির প্রতিশ্রুতি পূরণের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছে এবং তাঁর ফেরার অপেক্ষায় আছে।’

বিপিএলে এবার মাশরাফির পারফরম্যান্স সমালোচিত হয়েছে
প্রথম আলো

বিপিএলে গতকাল ‘ঘরের মাঠ’ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফরচুন বরিশালের কাছে ৪৯ রানে হেরেছে সিলেট। এ ম্যাচে চারে ব্যাটিংয়ে নেমে ২ রানে আউট হন মাশরাফি। বোলিং করেননি। এর আগে ৪ ম্যাচে মোট ৭.৩ ওভার বল করে ১ উইকেট নিয়েছেন মাশরাফি। ফ্র্যাঞ্চাইজির ইচ্ছা পূরণ করতে গিয়ে খেলার মতো ফিট না থেকেও খেলে যাচ্ছিলেন তিনি। মাশরাফির অধিনায়কত্বের ওপর আস্থা রেখেছিল সিলেট।

আরও পড়ুন