বৃষ্টিতে ভিজছে ইংল্যান্ড-পাকিস্তানের বিশ্বকাপ ‘প্রস্তুতি’

কার্ডিফে সোফিয়া গার্ডেনসে বৃষ্টিতে কাভারে ঢাকা মাঠএএফপি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সংস্করণে সিরিজ মানে বিশ্বকাপেরই প্রস্তুতি। ২ জুন (বাংলাদেশ সময়) থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমনই এক ‘প্রস্তুতি’র সিরিজ খেলছে পাকিস্তান ও ইংল্যান্ড। অবশ্য খেলছে কি, বলা ভালো বৃষ্টি-ই তাদের নিয়ে খেলছে! চার ম্যাচের এই সিরিজে এখন পর্যন্ত দুটি ম্যাচই ভেসে গেছে বৃষ্টিতে। প্রথম ম্যাচের পর গতকাল রাতে তৃতীয় ম্যাচও বৃষ্টিতে পণ্ড হয়।

আরও পড়ুন

অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পর্যাপ্ত ম্যাচ প্রস্তুতি নিতে পারছে না ইংল্যান্ড ও পাকিস্তান। কার্ডিফে গতকাল রাতে তৃতীয় ম্যাচে বৃষ্টির কারণে একটি বলও হয়নি। এজবাস্টনে দ্বিতীয় ম্যাচে খেলা হয়েছে মোট ৩৯.২ ওভার। ২৩ রানে জিতেছে ইংল্যান্ড। অর্থাৎ এখন পর্যন্ত তিন ম্যাচে দুই দলের মোট ১২০ ওভার খেলার কথা থাকলেও তিন ভাগের প্রায় দুই ভাগ ওভারই ভেসে গেছে বৃষ্টিতে।

পাকিস্তান তবু এই সংস্করণে সাম্প্রতিক সময়ে অনেক ম্যাচ খেলেছে। এপ্রিলে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ ব্যবধানে সিরিজ ড্রয়ের পর চলতি মাসে আয়ারল্যান্ডকে হারিয়েছে ২-১ ব্যবধানে। কিন্তু বিশ্বকাপের আগে এই সংস্করণে ইংল্যান্ডের প্রায় একদমই খেলা হয়নি। গত ২১ ডিসেম্বর থেকে হিসাব করলে এ সময়ের মধ্যে গত শনিবারই প্রথম টি-টোয়েন্টি খেলেছে ইংল্যান্ড।

আরও পড়ুন

গতকাল রাতে সোফিয়া গার্ডেনসে ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে থেকে ভারী বৃষ্টি শুরু হয়। ভেজা আউটফিল্ড এবং বৃষ্টি না থামায় তৃতীয় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। বৃহস্পতিবার ওভালে সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচ।

৬ জুন ডালাসে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। ইংল্যান্ডের প্রথম ম্যাচ ৪ জুন বার্বাডোজে স্কটল্যান্ডের বিপক্ষে।