হেরাথের ভাবনা একটু অন্য রকম

বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথশামসুল হক

বাংলাদেশ দলে পেসারদের উন্নতি স্পিনারদের কাজটা সহজ করে দিচ্ছে—বাইরে থেকে অনেকেরই এমন মনে হতে পারে। কিন্তু এই ভাবনার সঙ্গে পুরোপুরি একমত নন রঙ্গনা হেরাথ। বলা ভালো, তিনি আসলে পেসার-স্পিনার ব্যাপারটাই আলাদা করে দেখতে চাচ্ছেন না। বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ বলেছেন, বোলিং বিভাগের সেরাটা বের করে আনার উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছেন তাঁরা, চাচ্ছেন দল হিসেবে উন্নতি করতে।

আফগানিস্তান সিরিজ সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে প্রাক্-সিরিজ ক্যাম্প। পাশাপাশি স্পিনারদের নিয়ে ‘ভেরিয়েশন’ ক্যাম্প করছেন হেরাথ। এর আগেও জাতীয় দলের বাইরে থাকা স্পিনারদের নিয়ে বিশেষ ক্যাম্প করেছিলেন তিনি। জাতীয় দলের তানভীর ইসলাম ও মেহেদী হাসান ছাড়াও বিসিবির হাই পারফরম্যান্স দলের সাত স্পিনার আছেন এবারের ক্যাম্পে।

কেউ যদি ভালো করে, আমাদের তার প্রশংসা করতে হবে। কেউ ভালো না করলে খুঁজে দেখতে হবে কোথায় উন্নতি করতে পারি। আমরা দল হিসেবে উন্নতির চেষ্টা করছি।
রঙ্গনা হেরাথ

বাংলাদেশ দলের পেসারদের সাম্প্রতিক উন্নতি স্পিনারদের কাজ সহজ করে দিচ্ছে কি না, মিরপুরে আজ এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের হেরাথ বলেছেন, ‘এটা কাজ সহজ করে দেওয়া বা এমন কোনো ব্যাপার নয়। দলকে ঘিরেই সব। কেউ যদি ভালো করে, আমাদের তার প্রশংসা করতে হবে। কেউ ভালো না করলে খুঁজে দেখতে হবে কোথায় উন্নতি করতে পারি। আমরা দল হিসেবে উন্নতির চেষ্টা করছি।’

বাংলাদেশস দলের পেসারদের সাম্প্রতিক উন্নতি চোখে পড়ার মতোই
বিসিবি

টেকসই বোলিং আক্রমণের জন্য স্পিনার-পেসার, দুই ধরনের বোলাররাই গুরুত্বপূর্ণ বলে মনে করেন হেরাথ, ‘যখন দলে জুতসই একটা বোলিং বিভাগ থাকবে, আপনার হাতে ফাস্ট বোলারও থাকবে, স্পিনারও থাকবে। এ নিয়েই কাজ করতে হবে আমাদের। বোলিং বিভাগের সেরাটা বের করে আনার চেষ্টা করছি আমরা।’

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। এই অলরাউন্ডারের না থাকা বরাবরই দলের ভারসাম্যে প্রভাব ফেলে। সাকিবের অনুপস্থিতিতে কম্বিনেশন কেমন হবে, সেটি নির্বাচকদের ওপরই ছেড়ে দিয়েছেন হেরাথ।

আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজের শেষ ম্যাচে পার্ট–টাইমার হিসেবে বল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু দিয়েছিলেন নাজমুল হোসেন, যেটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রথম উইকেট। সম্প্রতি অবশ্য ছয়জন স্বীকৃত বোলার নিয়ে খেলার দিকে ঝুঁকেছে বাংলাদেশ, ফলে পার্ট-টাইমার কাউকে সেভাবে দেখা যাচ্ছে না।

আরও পড়ুন

তবে হেরাথ চান দলে বিকল্প স্পিনার থাকুক, ‘এটা গুরুত্বপূর্ণ। ব্যাটসম্যানদের মধ্যে নাজমুলের (হোসেন) মতো কেউ যদি কয়েক ওভার বোলিং করতে পারে, তাহলে বোলিংয়ে বিকল্প তৈরি হয়। হাতে যখন বিকল্প বেশি থাকবে, সঠিক কম্বিনেশনটাও আপনি তখন খুঁজে পাবেন। আমি সব সময়ই চাই (তাওহিদ) হৃদয়, শান্তরা (নাজমুল) বোলিংয়ে সম্পৃক্ত হোক।’

ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের জন্য স্পিনারদের প্রস্তুতি নিয়েও কথা বলেছেন স্পিন বোলিং কোচ, ‘আমি সব সময় মনে করি, কন্ডিশন কঠিন হলে সেটা স্পিনারদের জন্য চ্যালেঞ্জ তৈরি করে। এ কারণেই বিশ্বকাপের জন্য আমরা প্রস্তুত হয়েই যাব। এই ক্যাম্প সেই প্রস্তুতিরই অংশ। আমরা বৈচিত্র্য ও কৌশল নিয়ে কাজ করেছি। পিচ থেকে সহায়তা না পেলে এসবই কাজে লাগাতে হবে।’