বৃষ্টিতে ভেসে গেল ভারত-নিউজিল্যান্ড টেস্টের প্রথম দিন
নিউজিল্যান্ড যেন অনাহূত অতিথি ভারতে। দলটি ভারতে টেস্ট খেলতে গেলেই যে মুখভার করছে, সে দেশের আকাশ। গত মাসে গ্রেটার নয়ডায় আফগানিস্তানের বিপক্ষে টেস্টটিতে একটি বলও হয়নি বাজে আবহাওয়ার প্রভাবে। এরপর আবার নিউজিল্যান্ড যখন ভারতে গেল, হাজির বৃষ্টিও। বেঙ্গালুরুতে আজ বৃষ্টিতে ভেসে গেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের পুরো খেলা। ভারতে এ নিয়ে টানা ছয় দিন নিউজিল্যান্ডের টেস্ট ভেসে গেল বৃষ্টিতে।
সকাল থেকেই বৃষ্টি হলেও স্থানীয় সময় বেলা আড়াইটায় শুরু হওয়া ভারী বৃষ্টিই দিনের খেলা বাতিল করতে বাধ্য করেছে। তার ফলে এখন এটি চার দিনের টেস্ট হয়ে গেছে। আর তাতে কমে গেছে ফলোঅনের রানও। ২০০ নয়, এখন প্রথম ইনিংসে ১৫০ রানে এগিয়ে থাকলেই প্রতিপক্ষকে ফলোঅন করানো যাবে এই টেস্টে।
চার দিনের ম্যাচ হয়ে গেলেও আয়োজকেরা আশা করছেন আবহাওয়া ভালো থাকলে পরের চার দিন ৯৮ ওভার করে খেলা চালানোর। সেটি করতে দিনের খেলা ১৫ মিনিট আগে শুরু হবে। আর দিনের শেষ ভাগে দরকার হলে অতিরিক্ত আধা ঘণ্টা খেলা হবে।