মানকাডিং করলেন বোলার, ব্যাটসম্যানও ক্রিজের বাইরে, তবু কেন আউট নয়

যেভাবে মানকাডিং করেছেন রাঠীএক্স

ডেলিভারির ঠিক আগমুহূর্তে থেমে গিয়ে স্টাম্প ভাঙলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের স্পিনার দিগ্বেশ রাঠী। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান জিতেশ শর্মা তখন ক্রিজের বাইরেই ছিলেন। সে হিসাবে তো জিতেশের আউট হওয়ার কথা।

তবে সিদ্ধান্ত টিভি আম্পায়ার উলহাস গান্ধের কোর্টে গেলে তিনি নট আউট ঘোষণা করেন। কাল ৩৩ বলে ৮৫ রানের ইনিংস খেলা জিতেশ ক্রিজের বাইরে থাকার পরও কেন আউট হলেন না? নিয়ম কী বলছে?

আইপিএলের প্লেয়িং কন্ডিশন ৩৮.৩.১ অনুযায়ী, ‘বোলিং করার সময় যতক্ষণ না বোলার সাধারণভাবে বল ছাড়ার কথা, ততক্ষণ পর্যন্ত যদি নন-স্ট্রাইকার ক্রিজের বাইরে থাকেন, তাহলে বোলার তাঁকে রান আউট করতে পারেন।

৮৫ রান করেছেন জিতেশ
বিসিসিআই

এই পরিস্থিতিতে, যদি নন-স্ট্রাইকার ক্রিজের বাইরে থাকেন এবং বোলার বলটি না ছুড়ে সরাসরি হাতে থাকা বলে বা বল ছুড়ে উইকেট ভেঙে দেন, তাহলেও তিনি রানআউট হিসেবে আউট হবেন।’ কিন্তু কাল রাঠী তাঁর বোলিং অ্যাকশন সম্পন্ন করেছিলেন। মানে তিনি বোলিং করার মতো অবস্থায় ছিলেন। তাই মানকাডিং করেও সফল হননি এই স্পিনার।

আরও পড়ুন

বড় পর্দায় ‘নট আউট’ ভেসে ওঠার সময় লক্ষ্ণৌ অধিনায়ক ঋষভ পন্ত ইশারায় জানান, তিনি আপিল তুলে নিয়েছেন। এরপর জিতেশ শর্মার সঙ্গে আলিঙ্গনও করেন তিনি। যদি তৃতীয় আম্পায়ার আউটও দিতেন, তখনো পন্ত আপিল তুলে নিতেন বলেও জানান। নিয়মানুযায়ী অধিনায়ক যা করতে পারেন।

ঘটনাটি ঘটে ম্যাচের ১৭তম ওভারে। সেই ওভারের প্রথম বলে রাঠীর বলে আউটও হয়েছিলেন জিতেশ, তবে নো বল হওয়ায় বেঁচে যান। জিতেশের ৮৫ রানের দুর্দান্ত ইনিংসে ২২৮ রান তাড়া তরে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে বেঙ্গালুরু। ২৯ মে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে তারা।

আরও পড়ুন