জিম্বাবুয়ের বিশ্বকাপ দলে ফিরলেন আরভিন

বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ মিসের পর বিশ্বকাপে ফিরছেন ক্রেগ আরভিনছবি: এএফপি

চোটের কারণে গত মাসে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পারেননি। এরপর ছিলেন না ভারত আর অস্ট্রেলিয়া সিরিজেও। টানা তিনটি সিরিজ মিস করা জিম্বাবুয়ের সীমিত ওভার ক্রিকেটের অধিনায়ক ক্রেইগ আরভিন অবশেষে মাঠে ফিরছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)।

আরভিন সর্বশেষ ম্যাচ খেলেছেন ২ আগস্ট বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টিতে। শুধু অধিনায়ক আরভিনই নন, চোট কাটিয়ে বিশ্বকাপের দলে ফিরেছেন তেন্দাই চাতারা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি আর মিলটন শুমবাও। ঘাড়ের মাংসপেশির চোটে ভোগা পেসার চাতারা সবশেষ খেলেছেন জুলাই জারসির বিপক্ষে।

আরও পড়ুন

টপ অর্ডার ব্যাটসম্যান শুমবা আর বাঁহাতি স্পিনার মাসাকাদজা শেষবার খেলেছেন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে; শুমবা ভুগছিলেন ঊরুর চোটে, মাসাকাদজা কাঁধে। এ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ঊরুতে টান খাওয়ার পর বিশ্রামে চলে যাওয়া মুজারাবানিও এখন শতভাগ ফিট হয়ে উঠেছেন।

চোট থেকে ফেরাদের পাশাপাশি জিম্বাবুয়ের বিশ্বকাপ দলে আছেন অভিজ্ঞ সিকান্দার রাজা, শেন উইলিয়ামস আর রেজিস চাকাভা। টানা তিনটি ওয়ানডে সিরিজ ভাঙাচোরা দল নিয়ে খেলে বাংলাদেশের বিপক্ষে দুটি এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ম্যাচে জয় পেয়েছে জিম্বাবুয়ে।

অস্ট্রেলিয়া সিরিজের দলে থাকাদের মধ্যে ভিক্টর নুয়াচি, ক্লাইব মাদানদে, ইনোসেন্ট কাইয়া, তাকুদজানাশে কাইতানো এবং তাদিওয়ানাশে মারুমানিদের অবশ্য বিশ্বকাপ দলে রাখা হয়নি।

আগামী মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে খেলবে প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপে। প্রতিপক্ষ হিসেবে আছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপের সেরা দুটি দল সুপার টুয়েলভে জায়গা করে নেবে।

আরভিনদের প্রথম ম্যাচ ১৭ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে। এর আগে শ্রীলঙ্কা এবং নামিবিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তাঁরা।

আরও পড়ুন

জিম্বাবুয়ে স্কোয়াড:
ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেজিস চাকাভা, তেন্দাই চাতারা, ব্রাডলি ইভানস, লুক জংওয়ে, ক্লাই মাদানদে, ওয়েসললি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনইয়ংগা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিলটন শুমবা ও শেন উইলিয়ামস।