আজিজুল হাকিমের অলরাউন্ড পারফরম্যান্স, কলম্বোয়ও হেসেছে বাংলাদেশ
চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের টেস্ট জয়ের দিনে কলম্বোয় জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও। যুব ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ শ্রীলঙ্কাকে ডিএলএসের হিসাবে ৩৯ রানে হারিয়েছে। এ জয়ে ৬ ম্যাচের যুব ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।
কলম্বোর কোল্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচটি পড়েছিল বাজে আবহাওয়ার খপ্পরে। প্রথমে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে যায়, এর পর আলোকস্বল্পতায় ম্যাচই আগেভাগে শেষ হয়ে যায়।
টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ ২৮ ওভারে তোলে ২ উইকেটে ১৪৪। অধিনায়ক আজিজুল হাকিম ৮৪ বলে ৬৭ এবং রিজান হোসেন ৩৮ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন। এর আগে ওপেনার জাওয়াদ আবরার ৩৫ বলে খেলেন ৩৮ রানের ইনিংস।
বাংলাদেশের ইনিংসের মাঝপথে বৃষ্টির কারণে খেলা বন্ধ হলে দৈর্ঘ্য কমিয়ে ২৮ ওভার নির্ধারণ করা হয়। রান তাড়ায় ডিএলএসের হিসাবে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ২৮ ওভারে ১৯৮। রান তাড়ায় ৩৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে শুরুতেই খেই হারিয়ে ফেলে স্বাগতিকেরা। যা আর কাটিয়ে উঠতে পারেননি পরের ব্যাটসম্যানেরা।
শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ২২ ওভারে ৭ উইকেটে ১২০ রান তোলার পর আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা। ডিএলএস মেথডে এগিয়ে থাকা বাংলাদেশ জয় পায় ৩৯ রানে।
বাংলাদেশ যুবাদের অধিনায়ক আজিজুল বল হাতে ১৭ রান খরচায় নেন ২ উইকেট। এ ছাড়া ২ উইকেট পেয়েছেন পেসার আল ফাহাদ।
এর আগে সিরিজের দ্বিতীয় যুব ওয়ানডেতে ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশ। সিরিজের চতুর্থ যুব ওয়ানডে ৩ মে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২৮ ওভারে ১৪৪/২ (আজিজুল ৬৭*, জাওয়াদ ৩৮, রিজান ২৪*; নিদুওয়ারা ১/৪৩)। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: ২২ ওভারে ১২০/৭ (গামাগে ৩২*, রামিরু ২১; ফাহাদ ২/১৭, আজিজুল ২/১৭)। ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩৯ রানে জয়ী (ডিএলএস)।