‘ফেক ফিল্ডিং’ নিয়ে বিসিবি যা ভাবছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসফাইল ছবি

নুরুল হাসানের মন্তব্যের পর থেকে আলোচনাটা শুরু হয়। কাল অ্যাডিলেডে ভারতের বিপক্ষে ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নুরুল বাংলাদেশের ইনিংসে ‘ফেক ফিল্ডিং’-এর কারণে ৫ রান না পাওয়ার আক্ষেপ করেন। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচ হেরেছে ৫ রানে। এর পর থেকেই এ নিয়ে দুই দেশের সমর্থকদের মধ্যে আলোচনা সমালোচনা থামছেই না।

আরও পড়ুন

আজ দলের সঙ্গে সফর করা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসকেও এ ব্যাপারে প্রশ্নের মুখোমুখি হতে হয়। অ্যাডিলেডে বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিকদের নুরুল বলেছেন, ‘ফেক থ্রো’র একটা ঘটনা ছিল। আম্পায়ারকে বিষয়টি জানানো হয়। তিনি বলেছেন, তিনি বিষয়টি খেয়াল করেননি। সে জন্য রিভিউতে যায়নি। মাঝখানে সাকিব এটা নিয়ে অনেক আলাপ করেছে এরাসমাসের (আম্পায়ার) সঙ্গে। খেলার পরও এটা নিয়ে আলাপ হয়েছে।’

আরও পড়ুন

‘ফেক থ্রো’ বিতর্কে বিসিবির পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, এ প্রশ্নের উত্তরে জালাল ইউনুস নেতিবাচক সাড়াই দিয়েছেন, ‘কিছু হলেই যে বোর্ডের মাধ্যমে আলাপ করা হবে, ব্যাপারটা এত সহজ না। এটা তো স্কুল নয় যে, আপনি গিয়ে হেডমাস্টারের কাছে অভিযোগ করবেন। পরিস্থিতিটা সে রকম না। তারপরও আমরা যেন প্রপার ফোরামে গিয়ে কথা বলতে পারি, সেটা মাথায় আছে।’

বৃষ্টির পর ভেজা মাঠে খেলা হওয়া নিয়েও কাল কম বিতর্ক হয়নি। জানা গেছে, মাঠ ভেজা থাকার কারণে খেলা আবার শুরু করার পক্ষে ছিলেন না সাকিব।

আরও পড়ুন

দলের একটি সূত্র জানিয়েছে,  মাঠ খেলার উপযোগী মনে হয়নি সাকিবের। সেটাই তিনি আম্পায়ারদের বোঝাতে চেয়েছেন। ওই সময় আবার মাঠে নামতে রাজি ছিলেন না বাংলাদেশ দলের অধিনায়ক। মাঠ না শুকানো পর্যন্ত সাকিব অপেক্ষা করার পক্ষে ছিলেন।

আজ জালাল ইউনুসকেও এ ব্যাপারে জিজ্ঞেস করা হয়। তাঁর কথা, ‘মাঠ ভেজা নিয়েও আলাপ হয়েছিল (আম্পায়ারদের সঙ্গে)। সাকিব বারবার বলছিল যে, “আরও সময় নিয়ে মাঠ শুকাও, আরেকটু সময় নিয়ে খেলা শুরু করো।” কিন্তু আম্পায়ারদের, ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। এটা নিয়ে তর্ক-বিতর্কের সুযোগ ছিল না। সিদ্ধান্ত একটাই, আপনি খেলবেন কী খেলবেন না।’