৪২৬ রানে ‘মিস্টার এক্সট্রা’ ৯২, তাড়া করতে নেমে ২ রানে অলআউট

প্রতীকী ছবিএএফপি

৪৫ ওভারের ম্যাচ। প্রথমে ব্যাট করা দল করল ৬ উইকেটে ৪২৬ রান। এরপর প্রতিপক্ষকে ২ রানে অলআউট করে সেই দল জিতল ৪২৪ রানে!

পাড়ার কোনো ক্রিকেটে নয়, ইংল্যান্ডের মিডলসেক্স কাউন্টির তৃতীয় স্তরের ক্রিকেট লিগে ঘটেছে এই ঘটনা। একতরফা এই ম্যাচে নর্থ লন্ডন ক্রিকেট ক্লাবের তৃতীয় একাদশ হারিয়েছে রিচমন্ড ক্রিকেট ক্লাবের চতুর্থ একাদশকে।

ম্যাচে রিচমন্ডের চতুর্থ একাদশের সুখস্মৃতি বলতে শুধু টস জয়। এরপর ফিল্ডিং নেমে রীতিমতো নাকাল হয়েছে ওভারপ্রতি প্রায় সাড়ে ৯ রান করে দেওয়া দলটি। বল কুড়াতে কুড়াতে ক্লান্ত হয়েই কি ব্যাটিংয়ে নেমে ৫.৪ ওভারেই অলআউট হয় রিচমন্ড, সেটা অবশ্য জানা যায়নি।

৪২৬ রান করলেও নর্থ লন্ডনের তৃতীয় একাদশের ইনিংসে মাত্র এক ব্যাটসম্যানই ৫০ রানের বেশি করতে পেরেছেন। ড্যান সিমন্স নামের এই ব্যাটসম্যান করেছেন ১৪০ রান। ৪০ ছাড়িয়েছেন জ্যাক লিউইট (৪৩) ও নাবিল আব্রাহামস (৪২)। নর্থ লন্ডনের রান-উৎসবে দুই অঙ্ক ছুঁতে পারেননি শুধু উদ্বোধনী জুটিতে সিমন্সের সঙ্গী আর গ্ল্যাডউইন (১)। পুরো ইনিংসে ‘মাত্র’ ১০টি ছক্কা মারা নর্থ লন্ডনের রান ৪০০ ছাড়ানোয় বড় ভূমিকা ছিল ৯২টি অতিরিক্ত রানের। এর মধ্যে ৬৫টি ওয়াইড ও ১৬টি নো বল ছিল।

আরও পড়ুন

রান তাড়ায় রিচমন্ডের দলটির মাত্র একজন ব্যাটসম্যান ১ রান করতে পেরেছেন। অন্য রানটি এসেছে ওয়াইড থেকে। নর্থ লন্ডনের বোলার ম্যাট রোসন ৩ ওভারে কোনো রান না দিয়ে নিয়েছেন ৫ উইকেট। আরেক বোলার টম স্পটন ২.৪ ওভারে ২ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। দুজন হয়েছেন রানআউট।

এই জয়ে ১০ পয়েন্ট পেয়েছে নর্থ লন্ডন। ২১ পয়েন্ট নিয়ে ৯ দলের লিগে ক্লাবটি আছে তিনে। ১১ পয়েন্ট নিয়ে রিচমন্ড আছে ছয়ে।

আরও পড়ুন