হেনরির ৬ উইকেটের পর দুই ওপেনারে নিউজিল্যান্ডের দিন
ব্রায়ান বেনেটকে দিয়ে শুরু, ব্লেসিং মুজারাবানিকে দিয়ে শেষ—আজ বুলাওয়ের কুইনস স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের প্রথম ইনিংসের প্রায় পুরোটাই ধসিয়ে দিয়েছেন একা ম্যাট হেনরি। দুই টেস্ট সিরিজের প্রথমটির প্রথম দিনে নিউজিল্যান্ডের এই পেসার নিয়েছেন ৩৯ রানে ৬ উইকেট।
হেনরির তোপে পড়ে জিম্বাবুয়ের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ১৪৯ রানে। দিনের বাকি অংশে নিউজিল্যান্ড ২৬ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়েই ৯২ রান তুলে ফেলেছে। ডেভন কনওয়ে ৫১ ও উইল ইয়ং ৪১ রানে অপরাজিত।
টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে প্রথম আধা ঘণ্টার মধ্যেই হেনরির বলে দুই ওপেনারকে হারায়। প্রথমে বেনেট, এরপর বেন কারেন। দুজনই হেনরির বলে ক্যাচ দেন তৃতীয় স্লিপে থাকা ইয়ংকে। নাথান স্মিথ এসে শন উইলিয়ামসকে বোল্ড করে দিলে জিম্বাবুয়ের বিপদ আরও বাড়ে।
এরপর চতুর্থ উইকেটে ক্রেইগ আরভিনকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তিনে নামা নিক ওয়েলচ। তবে লাঞ্চ বিরতির আগে বোলিংয়ে ফিরে ওয়েলচকেও স্লিপে ক্যাচ বানান হেনরি। ওয়েলচ ৬৮ বল খেলে আউট হন ২৭ রানে। পরে দ্বিতীয় সেশনের শুরুতে হেনরির বলে উইকেটকিপার টম ব্লান্ডেলের হাতে ক্যাচ দেন সিকান্দার রাজা।
৬৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা জিম্বাবুয়ে ষষ্ঠ উইকেটে পায় ৫৪ রানের জুটি, যাতে আরভিনকে সঙ্গ দেন তাফাদজাওয়া সিগা। তবে আরভিনকে এলবিডব্লু করে এই জুটি বেশি বড় হতে দেননি স্মিথ। অধিনায়ক আরভিন ১১৬ বল খেলে ফেরেন ৩৯ রান নিয়ে। স্মিথ ফেরান সিগাকেও (৭৮ বলে ৩০ রান)।
শেষ দিকে আবারও আঘাত হানেন হেনরি। ৩৩ বছর এই পেসার এবার আউট করেন নিউমান নিয়ামুরি ও মুজারাবানিকে, মাঝে রানআউট হন ভিনসেন্ট মাসেকেসা।
সংক্ষিপ্ত স্কোর: (প্রথম দিনের খেলা শেষে)
জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ৬০.৩ ওভারে ১৪৯ (আরভিন ৩৯, সিগা ৩০, ওয়েলচ ২৭; হেনরি ৬/৩৯, স্মিথ ৩/২০)। নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ২৬ ওভারে ৯২/২ (কনওয়ে ৫১*, ইয়ং ৪১*)।