পাকিস্তান সংসদের এসডিজি শুভেচ্ছাদূত হারিস রউফ

পাকিস্তানি পেসার হারিস রউফটুইটার থেকে

মাঠের ক্রিকেটে তিনি পাকিস্তানের প্রতিনিধি। এবার মাঠ ছাড়িয়ে বাইরেও ‘প্রোফাইল’ সমৃদ্ধ করে তুলছেন হারিস রউফ।

২৯ বছর বয়সী এই পেসার পাকিস্তান জাতীয় পরিষদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাবিষয়ক (এসডিজি) সংসদীয় টাস্কফোর্সের শুভেচ্ছাদূত হয়েছেন। এর আগে ইসলাবাদ পুলিশে সম্মানসূচক পদ পেয়েছিলেন হারিস।

বর্তমানে ক্রিকেট ব্যস্ততাহীন সময় কাটাচ্ছেন হারিস। বৃহস্পতিবার ইসলামাবাদে পাকিস্তান জাতীয় পরিষদে গেলে ডেপুটি স্পিকার জাহিদ আকরাম দুররানি তাঁকে স্বাগত জানান। এসডিজিবিষয়ক সংসদীয় টাস্কফোর্সের সেশনে হারিসকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ে পাকিস্তানের অবস্থান ও কার্যধারা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

বিশেষ স্মারক তুলে দেওয়া হয় হারিস রউফের হাতে
টুইটার থেকে

একপর্যায়ে ডেপুটি স্পিকার সংসদীয় টাস্ক ফোর্সের শুভেচ্ছাদূত হিসেবে হারিসের নাম ঘোষণা করেন। পরে এসডিজিবিষয়ক একটি স্মারক তুলে দেওয়া হয় হারিসের হাতে।

আরও পড়ুন

পরবর্তী সময়ে শুভেচ্ছাদূত হওয়ার অনুভূতি জানিয়ে একটি টুইট করেন হারিস, ‘জাতীয় পরিষদ ভবনে যাওয়াটা আমার জন্য বড় সম্মানের। চোখের সামনে গণতান্ত্রিক কার্যক্রম দেখলাম ও আইনি প্রক্রিয়া সম্পর্কে অনেক কিছু শিখলাম। এসডিজির শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পেয়ে আমি সম্মানিতবোধ করছি।’

এর আগে বছরের শুরুর দিকে ইসলাবাদ পুলিশে সম্মানজনক ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ র‍্যাঙ্ক দেওয়া হয় হারিসকে।

আরও পড়ুন