‘আমরা বেসিক কাজটাই করতে পারছি না’, দায় ব্যাটসম্যানদেরই দিলেন লিটন

আউট হয়ে ফিরছেন বাংলাদেশের ব্যাটসম্যান, পাকিস্তানের বোলার–ফিল্ডারদের উল্লাস—লাহোরে কাল এমন দৃশ্য দেখা গেছে একটু পরপরইএএফপি

আগের বলে রান নিতে গিয়ে তাওহিদ হৃদয়ের সঙ্গে ভুল–বোঝাবুঝি হয় লিটন দাসের। হাসান আলীর পরের বলেই বাজে শট খেলে আউট হয়ে যান ৯ বলে ৬ রান করা বাংলাদেশ অধিনায়ক। তাঁর দলও শেষ পর্যন্ত ব্যর্থই হয়েছে, ৫৭ রানে দ্বিতীয় ম্যাচটি হেরে নিশ্চিত করেছে সিরিজ হারাও।

লাহোরে কাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর নিজের আউট নিয়ে প্রশ্ন শুনতে হয়েছে বাংলাদেশ অধিনায়ক লিটনকে। মেজাজ হারানোতেই কি অমন আউট, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন প্রশ্নের উত্তরে লিটনের উত্তর, ‘না, এমন নয়।’

তবে এরপর যা বললেন তাতে স্পষ্টই বোঝা গেল লিটন ঠিকই মেজাজ হারিয়েছিলেন, ‘ক্রিকেটে আপনার বেসিক জিনিসগুলো করতে হবে। এটা (রান নেওয়া) তো বেসিক। এ মুহূর্তে আমরা মৌলিক কাজগুলো অনুসরণ করছি না। আপনি যদি ব্যাক টু ব্যাক দুটি উইকেট দেখেন, আমরা ২টি রান নিইনি। আমি এটিকে দোষ দিচ্ছি না। তবে আমাদের এদিকে মনোযোগ দিতে হবে।’

দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। পাকিস্তানের ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে ৩ বল করেই চোটে পড়েন শরীফুল ইসলাম। পুরো ম্যাচে আর বল করতে পারেননি তিনি।

আউট হয়ে মাথা নিচু করে ফিরছেন অধিনায়ক লিটন দাস। এ যেন বাংলাদেশের পুরো ইনিংসেরই প্রতিচ্ছবি।
এএফপি

শরীফুলের চোটকে বড় প্রভাবকই বললেন লিটন, ‘আমার মতে, যখন শরীফুল চোটে পড়ল, তখন মোমেন্টাম পুরোপুরি ওদের দিকে চলে গেছে। কারণ, আমরা জানি, বোলিংয়ে আমাদের ঘাটতি আছে। তবু আমরা ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছি। এই উইকেটে ২০০ রান...আমি যেকোনো (রান তাড়ার জন্য) ব্যাটিং করতে চাইব। কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে আমরা সেটি করতে পারিনি।’

বোলিংয়ের পর ব্যাট হাতেও তেমন ভালো করতে পারেনি বাংলাদেশ। ৭৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে তারা। ৯ নম্বরে নামা তানজিম হাসানের ফিফটির পরও এক ওভার বাকি থাকতে ১৪৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

আরও পড়ুন

আরেকটি বড় হারের দায়টা যে ব্যাটসম্যানদের, সেটি মেনেই ব্যাটসম্যানদের কী করণীয়, সেটি মনে করিয়ে দিলেন লিটন, ‘যে-ই ভালো ব্যাটিং করে, তার উচিত ইনিংস এগিয়ে নেওয়া। তার ১৩-১৪ ওভার পর্যন্ত ব্যাটিং করতে হবে। চতুর্থ ওভারের পর আর ভালো ব্যাটিং করিনি। টানা উইকেট পড়েছে।’

সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান
এএফপি

সিরিজের দুই ম্যাচ হেরে গেলেও আশা হারাচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক, ‘আমাদের আরও একটি সুযোগ আছে। এ মুহূর্তে আমাদের একসঙ্গে বসে আলাপ করতে হবে কীভাবে আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি। কারণ, এটি পুরোপুরি মানসিকতার ব্যাপার।’

আরও পড়ুন