নিজে ক্রিকেট লিগ চালু করলে যে তিন ক্রিকেটারকে সবার আগে ডাকবেন ক্যালিস

কলকাতা নাইট রাইডার্সে খেলোয়াড়, কোচ দুই ভূমিকাতেই কাজ করেছেন জ্যাক ক্যালিসছবি: কেকেআর

দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা অলরাউন্ডার তো বটেই, ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডারদের তিনি একজন। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ২৫ হাজারের বেশি রান ও ৫০০-এর বেশি উইকেট পাওয়া একমাত্র ক্রিকেটার জ্যাক ক্যালিস। ২০১৪ সালে অবসরে গেছেন দক্ষিণ আফ্রিকান এ অলরাউন্ডার। এখন ধারাভাষ্যকক্ষে ব্যস্ত, এবারের আইপিএলেও ধারাভাষ্য দিচ্ছেন। কিছুদিন আগে কন্যাসন্তানের বাবা হয়েছেন। সব মিলিয়ে সময়টা দারুণ কাটছে দক্ষিণ আফ্রিকান তারকার।

অবসরের পর লিজেন্ড লিগে অংশ নিচ্ছেন নিয়মিত। ৪৭ বছর বয়সী এ প্রোটিয়া তারকা সম্প্রতি ভারতীয় ইউটিউব শো কার্লি টেলস-এ অতিথি হয়েছিলেন। সেখানেই কথা বলেছেন ক্রিকেট ও ক্রিকেটের বাইরে অনেক বিষয় নিয়ে। নিজে যদি কখনো কোনো ক্রিকেট লিগ চালু করেন, তাহলে কোন তিন ক্রিকেটারকে অবশ্যই নেবেন, জানিয়েছেন সেটিও।

ক্যালিসের কাছে প্রশ্ন ছিল, ক্রিকেটে বাড়তি কোন জিনিসটি তিনি ভারতে দেখেন, যেটি দক্ষিণ আফ্রিকায় অনুপস্থিত। ক্যালিসের সোজাসাপটা মন্তব্য, ‘ক্রিকেটকে মানুষের ভালোবাসাটা দক্ষিণ আফ্রিকার চেয়ে অনেকটাই বেশি ভারতে।’ তিনি ক্রিকেটে তাঁর দেখা সবচেয়ে ‘মজার’ ক্রিকেটারের নামটিও বলেছেন—‘ক্রিস গেইল’।

ক্রিস গেইলকে নিজের দেখা ‘মজার ক্রিকেটার’ বলেছেন জ্যাক ক্যালিস
ছবি: ইনস্টাগ্রাম

পৃথিবীর নানা জায়গায় ফ্র্যাঞ্চাইজি লিগ চালু হচ্ছে। ক্যালিস নিজে যদি কোনো দিন এমন কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের মালিক হন, তাহলে কোন তিন ক্রিকেটারকে তিনি সবার আগে ডাকবেন। এ প্রশ্নের উত্তরে ক্যালিস বলেছেন, ‘এ প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। তবে আমি যদি ক্রিকেট লিগের মালিক হই, তাহলে অবশ্যই রাখব শচীন টেন্ডুলকার, এবি ডি ভিলিয়ার্স ও ওয়াসিম আকরামকে।’

ক্রিকেটের বাইরে জীবন কেমন কাটছে, এ প্রশ্নে ক্যালিস জানিয়েছেন, ‘সম্পদ ব্যবস্থাপনা ব্যবসার সঙ্গে জড়িত আমি। আমার একটি দাতব্য ফাউন্ডেশন আছে, যেটা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে।’

‘র‍্যাপিড ফায়ার’ পর্বে ক্যালিসকে দুটি করে পছন্দ দিয়ে যেকোনো একটি বেছে নিতে বলা হয়েছিল। ব্যাটিং না বোলিং? ক্যালিস বেছে নিয়েছেন ব্যাটিং। বার্গার না স্টেকস, এ প্রশ্নে ক্যালিস বলেছেন—স্টেকস। ক্রিকেট না অবসরজীবন, এমন প্রশ্নে হেসে ক্যালিসের উত্তর, ‘এখন অবসরই ভালো।’