বৃষ্টি রিজার্ভ ডেতে নিয়ে গেল ভারত-পাকিস্তান ম্যাচ

রিজার্ভ ডে-তে হবে ভারত ও পাকিস্তানের এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচের বাকি অংশএএফপি

প্রথম ইনিংসে ২৪.১ ওভার হওয়ার পর রিজার্ভ ডেতে গড়িয়েছে এশিয়া কাপের সুপার ফোরে ভারত ও পাকিস্তানের ম্যাচ। খেলা বন্ধ হয়ে যাওয়ার আগে ২ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলেছে ভারত, ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুবমান গিল পেয়েছেন ঝোড়ো ফিফটির দেখা। দুজন ফেরার পর বিরাট কোহলি ও লোকেশ রাহুলের তৃতীয় উইকেট জুটি অবিচ্ছিন্ন। নিয়ম অনুযায়ী, আগামীকাল এখান থেকেই শুরু হবে ভারতের ব্যাটিং। বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে খেলা।

কলম্বোর আবহাওয়া নিয়ে শঙ্কা ছিল আগে থেকেই। টুর্নামেন্টের মাঝপথে রেগুলেশনে পরিবর্তন এনে এ ম্যাচে রাখা হয় রিজার্ভ ডে। শেষ পর্যন্ত প্রয়োজন পড়ল সেটিরই। বাংলাদেশ সময় রাত ৮টা ৫০ মিনিটের দিকেও আম্পায়াররা আশা করেছিলেন যে ৯টা ৩০ মিনিটে ৩৪ ওভারের ম্যাচ শুরু হতে পারে। তবে এর কিছুক্ষণ পরই ফিরে আসে বৃষ্টি। এরপর দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

তবে আজ খেলা শুরুর আগে ঝলমল করছিল রোদ। তাতে টসে জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান। পাল্লেকেলেতে গ্রুপ পর্বের ম্যাচে দাপট দেখিয়েছিলেন পাকিস্তান পেসাররা, এবার শুরুতে সে দাপট দেখান রোহিত ও গিল। প্রথম ওভারের শেষ বলে শাহিন শাহ আফ্রিদিকে ফ্লিক করে ছক্কা মারেন রোহিত, পরের ওভারে নাসিম শাহকে মারেন চার। রোহিতের শুরু করা সেই পার্টিতে গিল যোগ দেন তৃতীয় ওভারে—আফ্রিদিকে ৪ বলের মধ্যে ৩ চার মেরে। ১০ ওভারে ভারত তোলে ৬১ রান।

দারুণ শুরু করেন রোহিত শর্মা (ডানে) ও শুবমান গিল
এএফপি

বাউন্ডারি উৎসবের শুরুটা রোহিত করলেও শুরুতে বেশ ধীরগতির ছিলেন ভারত অধিনায়ক। প্রথম ৩০ বলে মাত্র ১৮ রান ছিল তাঁর। সেই তিনিই ফিফটি পূর্ণ করেন মাত্র ৪২ বলে। পাকিস্তানের মাঝের ওভারগুলোয় স্পিন-বোলিংয়ের দুর্বলতা আগের ম্যাচেও কাজে লাগিয়েছিল ভারত। এবার শাদাবের ওপর চড়াও হন রোহিত। এ লেগ স্পিনারের প্রথম ২ ওভারেই আসে ৩১ রান।

এরপরও শাদাবকে বোলিংয়ে রাখেন বাবর, প্রথম ব্রেকথ্রুও মেলে তাতেই। গতি কমিয়ে এনে অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দেওয়া বলে এক্সট্রা কাভারের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ফেলেন রোহিত, বাঁ দিকে অনেকটা ছুটে ভালো ক্যাচ নেন ফাহিম আশরাফ। ভারতের ওপেনিং জুটি ভাঙে ১২১ রানে। রোহিত থামেন ৪৯ বলে ৫৬ রানে।

আরও পড়ুন

প্রথম ব্রেকথ্রুর পরই আফ্রিদিকে ফেরান বাবর। পাকিস্তানের প্রিমিয়াম পেসার প্রথম ৩ ওভারে দিয়েছিলেন ৩১ রান। তিনিও সফল হন স্লোয়ারে। গতির বৈচিত্র্যে ধোঁকা খেয়ে কাভারে ক্যাচ তোলেন গিল। রোহিতের আগেই ফিফটি পূর্ণ করেছিলেন তিনি মাত্র ৩৭ বলে। ৫২ বলে ৫৮ রানের ইনিংসে তিনি মারেন ১০টি চার।

পাকিস্তানকে ম্যাচে ফেরান শাদাব (ডানে) ও আফ্রিদি (মাঝে)
এএফপি

২ ওভারে ২ উইকেট নিয়ে দারুণভাবে ম্যাচে ফেরে পাকিস্তান। কোহলির সঙ্গে এ ম্যাচ দিয়ে ফেরা রাহুলের ওপর তখন ইনিংস পুনর্গঠনের দায়িত্ব। বৃষ্টি নামার আগে ৬.২ ওভার নিরাপদেই পার করেন তাঁরা।

বৃষ্টির পর আজ আর খেলা শুরু হয়নি বলে আগামীকাল আবারও ৫০ ওভার খেলার চেষ্টা করা হবে। তবে এ ম্যাচ রিজার্ভ ডেতে গড়ানোর অর্থ, ভারতকে খেলতে হতে পারে পরপর দুদিন দুটি ম্যাচ। আগামী পরশুই যে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ তাদের। সে ক্ষেত্রে যদি আগে বোলিং করতে হয় ভারতকে, তাহলে ২৪ ঘণ্টার ব্যবধানে তাদের করতে হতে পারে ১০০ ওভার বোলিং।