এশিয়া কাপের সূচি নিয়ে বিসিসিআই সচিবকে পিসিবি চেয়ারম্যানের খোঁচা

পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠিছবি: এএফপি

এ বছরের এশিয়া কাপ নিয়ে আবারও দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় ২০২৩ ও ২০২৪ সালে এশিয়ান ক্রিকেটের ক্রীড়াসূচি প্রকাশ করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট জয় শাহ।

সূচিতে দুই বছরে এশিয়ায় মূল দল ও বয়সভিত্তিক পর্যায়ে যেসব টুর্নামেন্ট হবে, তার সময় ও ভেন্যুর নাম জানানো হয়েছে। তবে জাতীয় দল পর্যায়ের এশিয়া কাপ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে লেখা হলেও ভেন্যুর নাম উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন
আরও পড়ুন

পূর্বঘোষিত সূচি অনুযায়ী এশিয়া কাপের এবারের আসর পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ের তেতো সম্পর্কের জেরে ভারত পাকিস্তানে যেতে রাজি নয়। এসিসির প্রেসিডেন্ট জয় শাহ বিসিসিআইতে সচিবের দায়িত্বে আছেন।

গত অক্টোবরে বিসিসিআইর বোর্ড সভা শেষে ভারত পাকিস্তানে যাবে না বলে স্পষ্ট ঘোষণা দেন তিনি। এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে হবে জানিয়ে তিনি বলেছিলেন, ‘আমি এসিসির সভাপতি হিসেবে বলছি, ২০২৩ সালের এশিয়া কাপ হবে নিরপেক্ষ ভেন্যুতে। আমরা পাকিস্তানে যাব না। তারাও ভারতে আসবে না। এশিয়া কাপ আগেও নিরপেক্ষ ভেন্যুতে হয়েছে।’

বিসিসিআই সচিব জয় শাহ
ছবি: টুইটার

জয় শাহর ঘোষণার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল পিসিবি। তখনকার চেয়ারম্যান রমিজ রাজা এ বছরের শেষদিকে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ বর্জনের হুমকিও দেন।

আরও পড়ুন

পিসিবির বর্তমান চেয়ারম্যান নাজাম শেঠির সঙ্গে বিসিসিআইর সম্পর্ক তুলনামূলক ঘনিষ্ঠ বলে বিবেচনা করা হয়। তবে এশিয়া কাপের সূচি প্রকাশের পর এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শেঠিও।

জয়ের টুইট রি–টুইট করে তিনি লেখেন, ‘একতরফাভাবে ২০২৩-২৪ মেয়াদের কাঠামো ও সূচি উপস্থাপন করায় জয় শাহ আপনাকে ধন্যবাদ, বিশেষ করে ২০২৩ এশিয়া কাপের জন্য, যেখানে আয়োজক পাকিস্তান। আপনি যেহেতু এটা করেছেন, আমাদের ২০২৩ পিএসএলের কাঠামো আর সূচিটাও প্রকাশ করতে পারেন। আপনার ত্বরিত সাড়ায় সাধুবাদ জানানো হবে।’

এসিসি প্রধান কর্তৃক প্রকাশ করা সূচি অনুসারে এবারের এশিয়া কাপ হবে ছয়টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। একটি গ্রুপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে আছে আফগানিস্তান। আর অন্য গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে খেলবে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল।

আরও পড়ুন