লর্ডসে অ্যাটকিনসনের দিন ক্রলি-পোপেরও

অভিষেক ইনিংসে ৭ উইকেট নিয়েছেন গাস অ্যাটকিনসনএএফপি

জিমি অ্যান্ডারসনের জন্যই প্রস্তুত মঞ্চটা। লর্ডসের ক্রিকেট তীর্থে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারি এই পেসার তাঁর সর্বশেষ টেস্ট খেলতে নেমেছেন। স্বাভাবিকভাবেই ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে সব আলোচনায় অ্যান্ডারসনের নাম; কিন্তু বুধবার মাঠের লড়াই শুরু হওয়ার পর দাপট দেখালেন ইংল্যান্ডেরই আরেক পেসার গাস অ্যাটকিনসন। অ্যান্ডারসনের বিদায়ী টেস্টটা ২৬ বছর বয়সী এই পেসারের অভিষেক টেস্ট। সেটাকে তিনি প্রথম দিনেই স্মরণীয় করে তুললেন ৪৫ রানে ৭ উইকেট নিয়ে।

তবে অ্যাটকিনসনের সঙ্গে দিনটা নিজেদের দাবি করতে পারেন জ্যাক ক্রলি আর ওলি পোপও। দুজনই পেয়েছেন ফিফটির দেখা। বোলার–ব্যাটসম্যানদের এমন নৈপুণ্যের দিনে লর্ডস টেস্টের প্রথম দিন শেষে চালকের আসনে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে ১২১ রানে অলআউট করে দিয়ে ইংল্যান্ড দিন শেষ করেছে ৩ উইকেটে ১৮৯ রানে। লিড ৬৮ রানের।

অ্যাটকিনসনের ৪৫ রানে ৭ উইকেট ইংল্যান্ডের হয়ে অভিষেক টেস্টে দ্বিতীয় সেরা। সেরা এখনো ডমিনিক কর্কের ৪৩ রানে ৭ উইকেট। ১৯৯৫ সালের সেই টেস্টেও প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু লর্ডস। প্রথম শ্রেণির ক্রিকেটে অ্যাটকিনসনের দ্বিতীয় ৫ উইকেট। তাঁর বিস্ফোরক বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ দল অলআউট হয় মাত্র ১২১ রানে। শেষ ৭ উইকেট পড়েছে মাত্র ৩২ রানে।

৮৯ বলে ৭৬ রান করেন জ্যাক ক্রলি
এএফপি

অথচ ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শুরুটা খারাপ ছিল না। অধিনায়ক ক্রেগ ব্রাফেট ও মিকাইল লুইস উদ্বোধনী জুটিতে ৩৪ রান যোগ করেছেন। ১১তম ওভারে বোলিংয়ে এসে ব্রাফেটকে (৬) ফিরিয়ে জুটিটা ভাঙেন অ্যাটকিনসন। তিনে নামা ক্রিক ম্যাকেঞ্জি আউট পরের ওভারেই। ৫৮ বলে ২৭ রান করে লুইস শুরুর ধাক্কা কিছুটা সামলে নিলেও ২২তম ওভারে বেন স্টোকসের বলে থামেন তিনি। দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে ৩৫তম ওভারে অ্যাটকিনসন ৪ বলে ৩ উইকেট নিলে ভেঙে পড়ে ক্যারিবীয় ব্যাটিং।

আরও পড়ুন

টস জিতে দিন শুরু করা ইংল্যান্ডকে শেষ বেলায় হাসিমুখে মাঠ ছাড়ার সুযোগ করে দিয়েছেন জ্যাক ক্রলি ও ওলি পোপ। ওপেনার বেন ডাকেট ৩ রান করে ফিরলেও এ দুজনের দ্বিতীয় উইকেট জুটি যোগ করে ৯৪ রান। পোপ ৭৪ বলে ৫৭ রান করে আউট হওয়ার পর ক্রলিও বেশিক্ষণ টিকতে পারেননি, আউট হন ৮৯ বলে ৭৬ রান করে। হ্যারি ব্রুক ২৫ এবং জো রুট ১৫ রানে অপরাজিত আছেন।

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিনের শেষে)

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪১.৪ ওভারে ১২১ (লুইস ২৭, আথানাজে ২৪; অ্যাটকিনসন ৭/৪৫, স্টোকস ১/১৪)।

ইংল্যান্ড ১ম ইনিংস: ৪০ ওভারে ১৮৯/৩ (ক্রলি ৭৬, পোপ ৫৭, ব্রুক ২৫*; সিলস ২/৩১)।

আরও পড়ুন