আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ, যা বলল রাজস্থান
আইপিএলে ১৬ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের কাছে সুপার ওভারে হারে রাজস্থান রয়্যালস। এরপর ১৯ এপ্রিল লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিপক্ষে আবার ২ রানে হারে ফ্র্যাঞ্চাইজিটি। দুটি ম্যাচেরই এক পর্যায়ে জয়ের সুযোগ ছিল রাজস্থানের। সেই অবস্থা থেকে ম্যাচ হেরে যাওয়ায় রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ তোলেন রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (আরসিএ) অ্যাড–হক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানি। একটি চিঠিতে এ অভিযোগের কড়া জবাব দিয়েছে রাজস্থান রয়্যালস।
ফ্র্যাঞ্চাইজি দলটি ম্যাচ পাতানো–সংক্রান্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে এবং আরসিএর এমন অভিযোগের পেছনে অন্য সন্দেহও করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, হয়তো রাজস্থানের কাছ থেকে আইপিএলের টিকিট কম পেয়েই এমন অভিযোগ করেছে আরসিএ।
টাইমস অব ইন্ডিয়ায় আজ প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আরসিএ আইপিএলে সাধারণত যে পরিমাণ টিকিট পেয়ে থাকে, এবার তার চেয়ে কম পেয়েছে। ভারতের রাজ্য ক্রিকেট সংস্থাটির অসন্তোষের পেছনে এটা মূল কারণ হতে পারে বলে জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থান রয়্যালসের কাছ থেকে সাধারণত প্রতি ম্যাচের ১ হাজার ৮০০ টিকিট পায় আরসিএ। কিন্তু এ বছরের আইপিএলে টিকিট কম পাচ্ছে আরসিএ। ম্যাচপ্রতি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টিকিট পাচ্ছে তারা।
টাইমস অব ইন্ডিয়াকে রাজস্থান রয়্যালসের ভেতরের এক সূত্র বলেছেন, ‘মৌসুমের শুরুতে বিসিসিআইয়ের কাছ থেকে আমরা পরিষ্কার নির্দেশিকা পেয়েছি, আরসিএ যেহেতু ভেঙে দেওয়া হয়েছে, আমরা সবকিছু আয়োজনের বিষয়ে রাজস্থান স্টেট স্পোর্টস কাউন্সিলের (আরএসএসসি) সঙ্গে যোগাযোগ করব। আরসিএ অ্যাড–হক কমিটির অসন্তুষ্ট সদস্য এবং তার সহযোগীরা অত্যধিকসংখ্যক টিকিট দাবি করছেন এবং আমরা তাতে কর্ণপাত করছি না। এত নাটকের এটাই মূল কারণ।’
রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট ম্যাচ পাতানোর দাবি কড়া ভাষায় প্রত্যাখ্যান করে চিঠিতে লিখেছে, ‘অ্যাড–হক কমিটির আহ্বায়কের সব রকম অভিযোগ আমরা প্রত্যাখান করছি। জনসমক্ষে এমন মন্তব্য শুধু বিভ্রান্তিই তৈরি করেনি, রাজস্থান রয়্যালস, রয়্যাল মাল্টি স্পোর্ট প্রাইভেট লিমিটেড (আরএমপিএল), রাজস্থান স্পোর্টস কাউন্সিল ও বিসিসিআইয়ের সুনাম এবং বিশ্বাসযোগ্যতাকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।’
বিসিসিআইয়ের এক অফিশিয়ালও এ নিয়ে আরসিএর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। টাইমস অব ইন্ডিয়াকে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন, ‘আরসিএ এখন ভেঙে গেছে। একটি অ্যাড–হক কমিটি গঠন করা হয়েছে। যেহেতু সামনে নির্বাচন, তাই অনেক রকম নাটকই হবে। সবাই মনোযোগ কাড়তে চায়। বিসিসিআইয়ের দুর্নীতি দমন ইউনিট ২৪ ঘণ্টাই খেলাটিকে খারাপ কোনো কিছু থেকে দূরে রাখতে কাজ করছে। এসব অভিযোগের কোনো সত্যতা নেই।’
আইপিএলে এ পর্যন্ত ৮ ম্যাচ খেলে মাত্র দুটি জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের আটে ফ্র্যাঞ্চাইজি দলটি। লক্ষ্ণৌর বিপক্ষে সর্বশেষ ম্যাচে হাতে ৬ উইকেট রেখেও শেষ ওভারে ৯ রান তুলতে পারেনি রাজস্থান। দিল্লির বিপক্ষে তার আগের ম্যাচেও শেষ ওভারে ৯ রান দরকার ছিল দলটির। হাতে ৭ উইকেট। কিন্তু এ অবস্থা থেকেও তারা জিততে পারেনি। ম্যাচ টাই করে শেষ পর্যন্ত সুপার ওভারে হেরেছে।