বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের এই প্রথম…

বাংলাদেশের বিপক্ষে আজই প্রথম ২০০ করেছে জিম্বাবুয়েছবি: এএফপি

২০ ওভারের ক্রিকেটে ২০০ রান করার অনুভূতিটা প্রায় ভুলতেই বসেছিল জিম্বাবুয়ে। সেই কবে, ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঠিক ২০০ রান করার পর ১০ বছরের বেশি সময় ওই স্বাদ আর পায়নি জিম্বাবুইয়ানরা। জিম্বাবুয়ের ২০০ ছাড়ানো ইনিংসের জন্য সেই অপেক্ষা  ফুরোয় গত ১১ জুলাই। বুলাওয়েতে সিঙ্গাপুরের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ৫ উইকেটে ২৩৬ রান তোলে দলটি।

১৯ দিন পরেই সেই জিম্বাবুয়ে আবারও ২০০ করে ফেলল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। আজ হারারেতে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটে ২০৫ রান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের তৃতীয় ২০০ ছোঁয়া ইনিংস। কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে  সর্বোচ্চ-ও। জিম্বাবুয়ের ২০০ রানের ইনিংসের সংখ্যাটা চার হয়নি অল্পের জন্যই। গত ১৫ জুলাই বুলাওয়েতেই পাপুয়া নিউগিনির বিপক্ষে জিম্বাবুয়ের ইনিংস থেমে গিয়েছিল ১৯৯ রানে।

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তৃতীয়বার ২০০ করছে জিম্বাবুয়ে
ছবি: এএফপি

বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে চারটি দেশ ২০০ বা এর বেশি রান করেছে। নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা দুবার করে এবং দক্ষিণ আফ্রিকা একবার। জিম্বাবুয়ের ইনিংসটি টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে চতুর্থ সর্বোচ্চ।

সর্বোচ্চ ইনিংসটি দক্ষিণ আফ্রিকার। ২০১৭ সালে পচেফস্ট্রুমে ডেভিড মিলারের ৩৫ বলের সেঞ্চুরিতে ভর করে ২২৪ রান তুলেছিল প্রোটিয়ারা। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটা সাড়ে চার মাস পর শ্রীলঙ্কার। নিদাহাস ট্রফিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২১৪ রান তোলে লঙ্কানরা। সেই ম্যাচটি শেষ পর্যন্ত জেতে বাংলাদেশই। মুশফিকুর রহিমের ৩৫ বলে খেলা ৭২ রান ২ বল হাতে রেখেই জিতিয়ে দেয় বাংলাদেশকে।

ওই ম্যাচের ২০ দিন আগে সিলেটে বাংলাদেশের বিপক্ষে ২১০ রান করে শ্রীলঙ্কানরা। তিন বছর পর হ্যামিল্টনে সেই স্কোরটা ছোঁয় নিউজিল্যান্ড। জিম্বাবুয়ের আজকের ইনিংসটি আছে এরপরই।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে দলীয় সর্বোচ্চ

টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের দলীয় সর্বোচ্চ

আরও পড়ুন