আইপিএলে দল না পাওয়া অ্যালেনের ১৯ ছক্কা ও ১৫১ রানে ভাঙল একাধিক রেকর্ড

১৫০ রান করার পর অ্যালেনএমএলসি

৫১ বলে ১৫১! ৫ চার ও ১৯ ছক্কা!

ওকল্যান্ডে মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) আজ মৌসুমের প্রথম ম্যাচে রীতিমতো ঝড় বইয়ে দিলেন নিউজিল্যান্ডের বিস্ফোরক ওপেনার ফিন অ্যালেন। ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে এই ইনিংস খেলার পথে বেশ কিছু রেকর্ডও গড়েছেন তিনি। অথচ এই অ্যালেনকেই আইপিএলে তিন মৌসুম কোনো ফ্র্যাঞ্চাইজি দল কেনেনি!

আরও পড়ুন

২০২১ আইপিএলে জশ ফিলিপের বদলি হিসেবে অ্যালেনকে সই করিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২৬ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান সেই মৌসুমে আইপিএলে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। পরের মৌসুমে নিলামে নাম দিলেও কেউ তাঁকে কেনেনি। গত বছর মেগা নিলামে তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। তবু দল পাননি নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে ৫২ ম্যাচে ১৬৩.২৭ স্ট্রাইক রেটে ব্যাট করা অ্যালেন।

১৯ ছক্কা

স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড এখন অ্যালেনের।

হয়তো ভেতরে ভেতরে নিজেকে প্রমাণের জিদটা পুষে রেখেছিলেন। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ারপ্লে-তেই ৫ ছক্কায় ১৪ বলে করেন ৪০। ফিফটি তুলে নেন ২০ বলে। ৩৪ বলে সেঞ্চুরি করার পথে ছক্কা মেরেছেন ১৩টি ও চার ৩টি। দেড় শ রান করেছেন ৪৯ বলে। ১৮তম ওভারে নিজের ২০তম ছক্কাটি মারতে গিয়ে ক্যাচ দেন গ্লেন ফিলিপসকে।

অ্যালেনের বিস্ফোরক এই ইনিংসে ভর করে ৫ উইকেটে ২৬৯ তুলে ১২৩ রানে জিতেছে সান ফ্রান্সিসকো। আর অ্যালেন নিজে গড়েছেন বেশ কিছু রেকর্ড। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড এখন অ্যালেনের। এই পথে অ্যালেন পেছনে ফেলেছেন ক্রিস গেইল ও সাহিল চৌহানকে।

আরও পড়ুন

২০১৭ সালে মিরপুরে বিপিএলে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৬৯ বলে অপরাজিত ১৪৬ রান করার পথে ১৮ ছক্কা মেরেছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি গেইল। এস্তোনিয়ার ব্যাটসম্যান চৌহান গত বছর সাইপ্রাসের বিপক্ষে ৪১ বলে অপরাজিত ১৪৪ করার পথে ১৮ ছক্কা মেরেছিলেন।

১৫০

স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম ১৫০ রানের রেকর্ড এখন অ্যালেনের।

স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম ১৫০ রানের রেকর্ডও এখন অ্যালেনের। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় নাইটসদের বিপক্ষে টাইটানসের হয়ে ৫২ বলে ১৫০ রান করেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান দেওভাল্দ ব্রেভিস। অ্যালেন ৪৯ বলে ১৫০ করে তাঁকে পেছনে ফেললেন।

রেকর্ড গড়ার পথে দারুণ কিছু শট খেলেন অ্যালেন
এমএলসি

অ্যালেনের ১৫১ রান এমএলসির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসও। ২০২৩ সালে নিকোলাস পুরানের অপরাজিত ১৩৭ রানের ইনিংসকে পেছনে ফেললেন তিনি। টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিও এখন অ্যালেনের। ২০১৩ আইপিএলে বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন গেইল।

অবিশ্বাস্য ব্যাপার হলো, অ্যালেনের এই ইনিংসে শুধু বাউন্ডারি থেকেই এসেছে ১৩৪ রান! এর মধ্যে শুধু ছক্কা থেকেই এসেছে ১১৪! টি-টোয়েন্টিতে শুধু তিনজন ব্যাটসম্যান এক ইনিংসে বাউন্ডারিতে তাঁর চেয়ে বেশি রান করেছেন—গেইল, হজরতউল্লাহ জাজাই ও গ্রাহাম নেপিয়ার। ২০১৩ সালে পুনের বিপক্ষে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলার পথে বাউন্ডারি থেকে ১৫৪ রান করেন গেইল। তাঁর আগে ২০০৮ সালে সাসেক্সের বিপক্ষে অপরাজিত ১৫২ করার পথে বাউন্ডারি থেকে ১৩৬ রান করেছিলেন এসেক্সের হয়ে খেলা নেপিয়ার। আফগানিস্তানের জাজাই ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১৬২ করার পথে বাউন্ডারি থেকে ১৪০ রান করেন।

অ্যালেনের এই ইনিংসের কল্যাণে রেকর্ড গড়েছে সান ফ্রান্সিসকোও। এমএলসিতে সর্বোচ্চ দলীয় রানের ইনিংসের পাশাপাশি যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি ম্যাচে আড়াই শ রানের কোটাও পেরিয়ে গেল এই ফ্র্যাঞ্চাইজি। এর আগে ২০১৬ সালে লডারহিলে ভারতের বিপক্ষে ৬ উইকেটে ২৪৫ করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

বিস্ফোরক ব্যাটসম্যান হিসেবে এমনিতেই খ্যাতি আছে অ্যালেনের। টি-টোয়েন্টিতে ১৭৩.২৭ স্ট্রাইক রেটে ৪১০০ রান হয়ে গেল তাঁর। গত বছর জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে ৬২ বলে করেছিলেন ১৩৭। সেই ইনিংসে ১৬টি ছক্কা মেরেছিলেন অ্যালেন।