বাংলাদেশ ক্রিকেট নিয়ে সাকিবের সঙ্গে ‘অনেক কথা’ হয়েছে মিরাজের

শেরে বাংলা স্টেডিয়ামে আজ সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজশামসুল হক

সাকিব আল হাসানের অধিনায়কত্বে খেলেছেন মেহেদী হাসান মিরাজ। দুজনেই অলরাউন্ডার হওয়ায় মিরাজকে সাকিবের উত্তরসূরিও ভাবা হয়। ব্যাট ও বল হাতে পারফর্ম করে সাকিবের অভাব পূরণ করতে পারবেন, এমন আশা মিরাজের ক্যারিয়ারের শুরু থেকেই ছিল।

আরও পড়ুন

এখন বাংলাদেশ ক্রিকেট থেকে অনেক দূরে দাঁড়িয়ে সাকিব। জাতীয় দলের হয়ে গত অক্টোবরের পর আর মাঠে নামতে পারেননি। গত বছর রাজনৈতিক পটপরিবর্তনের পর আর দেশেও ফিরতে পারেননি। সাকিবের বয়সও হয়ে গেছে ৩৮। এ অবস্থায় জাতীয় দলে তাঁর ভবিষ্যৎ পুরোপুরি অনিশ্চিত।

জাতীয় দলে সাকিবের অধিনায়কত্বে খেলেছেন মিরাজ
প্রথম আলো

প্রায় দেড় যুগ বাংলাদেশের হয়ে খেলা সাকিবের ভাবনায় এখনো অবশ্য বাংলাদেশ ক্রিকেট আছে ভালোভাবেই। কদিন আগে তাঁর সঙ্গে পেশোয়ার জালমির হয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছেন মিরাজ। কাল ওয়ানডে অধিনায়কত্ব পাওয়ার পর আজ মিরপুরে সংবাদ সম্মেলনে এসে মিরাজ জানিয়েছেন, সাকিবের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথাই হয়েছে তাঁর।

আরও পড়ুন

সাকিবের সঙ্গে আলাপের প্রসঙ্গে মিরাজ বলেছেন, ‘আমরা একসঙ্গে পিএসএল খেলেছি। তখন বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে। উনি মন থেকে চান বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক। যারা এখন নতুন, উঠতি খেলোয়াড়, তারা যেন ভালো ক্রিকেট খেলে। বলেছে যে অবশ্যই দল হিসেবে একসঙ্গে খেলতে হবে। কারণ, বাংলাদেশ দল যখন একসঙ্গে পারফর্ম করে সবাই, তখন ফল পাওয়া শুরু হয়।’

লাহোর কালান্দার্সের হয়ে এবার পিএসএলে চ্যাম্পিয়ন হন মিরাজ, রিশাদ ও সাকিব
ফেসবুক

নাজমুল হোসেনকে সরিয়ে এক বছরের জন্য নতুন ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মিরাজকে। সব সংস্করণ মিলিয়ে সাকিবের অধিনায়কত্বে সর্বোচ্চ ৪১ ম্যাচ খেলেছেন তিনি। অধিনায়ক মিরাজ এখন ব্যাট ও বলে কেমন করেন, সেটাই দেখার অপেক্ষা।