‘ক্লান্ত, বিধ্বস্ত’ ওয়ার্নার যেতে চান না পুরস্কার অনুষ্ঠানে

পুরস্কার বিতরণীতে যাওয়ার চেয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে আগ্রহী ডেভিড ওয়ার্নারছবি: টুইটার

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার গত তিন বছরও দেওয়া হয়েছে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে দুই বছর কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। আজ বর্ণাঢ্য আয়োজনে বর্ষসেরাদের হাতে পুরস্কার তুলে দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে সিডনির র‍্যান্ডউইক রেসকোর্সের এই অনুষ্ঠানে অংশ নিতে চান না ডেভিড ওয়ার্নার। ৩৬ বছর বয়সী এই বাঁহাতি বলেছেন, তিনি ক্লান্ত, বিধ্বস্ত!

অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা সাধারণত এই পুরস্কার রাতের জন্য অপেক্ষা করে থাকেন। বর্ষসেরার পুরস্কার অ্যালান বোর্ডার মেডেলসহ তিন সংস্করণের সেরা ক্রিকেটার, বর্ষসেরা উদীয়মানের পুরস্কার দিয়ে থাকে সিএ। করোনাভাইরাস মহামারির কারণে সর্বশেষ দুই বছর ভার্চ্যুয়াল মাধ্যমে পুরস্কার ঘোষণা করা হয়।

চার টেস্টের সিরিজ খেলতে আগামীকাল ভারতে রওনা হবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সেই দলে থাকা উসমান খাজা ও মারনাস লাবুশেনরা গতকাল রোববারও বিগ ব্যাশে খেলেছেন। টানা খেলার মধ্যে থাকলেও পুরস্কার রাতে অংশ নেবেন জানিয়ে খাজা বলেন, ‘হ্যাঁ, সাড়ে ছয় সপ্তাহের সফর আছে সামনে। তবে অ্যালান বোর্ডার মেডেলে আমি আমার পরিবার নিয়েই উপস্থিত থাকব।’

আরও পড়ুন

খাজার মতো টানা ব্যস্ততার মধ্য দিয়ে যেতে রাজি নন ওয়ার্নার। অন্তত আজকের রাতটি তিনি পরিবারের সঙ্গে কাটাতে চান, ‘আমার জন্য (পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত থাকাটা) চ্যালেঞ্জিং। আমি খুবই ক্লান্ত, বিধ্বস্ত।’

গত আগস্ট থেকে টানা খেলার মধ্যে ছিলেন ওয়ার্নার। জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের ক্রিকেটের সিরিজে ছিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সব কটি ম্যাচেও দলে ছিলেন। এরপর টানা খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট সিরিজে। সর্বশেষ বিগ ব্যাশে খেলেছেন ছয় ম্যাচ। প্রায় ছয় মাসের টানা ব্যস্ততার পর সামনে আছে ভারতে দেড় মাসের সফর।

আরও পড়ুন

সব মিলিয়ে হাতে থাকা সময়টা পরিবারের জন্য রাখতে চান অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার, ‘কয়েকজন আছে, যারা আরব আমিরাতে লিগে খেলছে। ওরা পুরস্কার অনুষ্ঠানে থাকছে না। আমার দিক থেকে বলব, পরিবারের সঙ্গে আরও একটি রাত কাটাতে পারাটাই সবচেয়ে সুন্দর ব্যাপার।’

আরও পড়ুন