- শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারাল বাংলাদেশ
- ৫৮ রান করে ফিরলেন হৃদয়, শেষ ওভারে ৫ রান দরকার বাংলাদেশের
- ১৮তম ওভারে ১২ তুলল বাংলাদেশ
- এক ওভারে ১৬ রান হৃদয়ের
- সাইফকে ফেরালেন হাসারাঙ্গা
- ৭ ওভারে ৬২ দরকার বাংলাদেশের
- সাইফের ফিফটি
- বাংলাদেশ ১০ ওভারে ৮২/২, ফিফটির পথে সাইফ
- সাকিবের রানের রেকর্ড ভাঙলেন লিটন, পাওয়ার প্লেতে বাংলাদেশ ৫৯/১
- ভেল্লালাগেকে ছক্কা মারলেন সাইফ
- সাইফের চার–ছক্কা
- শ্রীলঙ্কার বিপক্ষে আবারও শূন্য রানে ফিরলেন তানজিদ
- সাকিবের রেকর্ড ছুঁলেন মোস্তাফিজ
- ১৬৯ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
- রানআউট করে আসালাঙ্কাকে ফেরাল বাংলাদেশ
- দুটি ক্যাচ ছাড়লেন বাংলাদেশের ফিল্ডাররা
- দুই ওভারে ৩১ রান শ্রীলঙ্কার
- রেকর্ড পুনরুদ্ধার করেই বিদায় কুশল পেরেরার
- বাংলাদেশের দারুণ বোলিং
- কামিল মিশারাকেও ফেরালেন মেহেদী
- কুশল মেন্ডিসকে ফেরালেন মেহেদী
- প্রথম ওভারে ৩ রান দিলেন মোস্তাফিজ
- পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা ৫৩/১
- নিশাঙ্কাকে ফিরিয়ে তাসকিনের প্রতিশোধ
- নিশাঙ্কার ব্যাটে ঝড়
- নাসুমের ওভারে ৫ রান
- প্রথম ওভারে ৮ রান শ্রীলঙ্কার
- বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন
- টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
- দুবাইয়ে বাংলাদেশের রেকর্ড কেমন
- বাংলাদেশ–শ্রীলঙ্কা ম্যাচে স্বাগতম
শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারাল বাংলাদেশ
৬ বলে ৫ রান দরকার। দাসুন শানাকার করা শেষ ওভারের প্রথম বলে ৪ মেরে ব্যবধানটাকে ১ রানে নামিয়ে আনলেন জাকের আলী। সেই ১ রান করতে আরও ৪ বল খেলতে হলো বাংলাদেশকে। দ্বিতীয় বলে বোল্ড জাকের। তৃতীয় বলে রান হয়নি। চতুর্থ বলটি ছিল শর্ট, সেই বলে উইকেটকিপারকে ক্যাচ দিলেন মেহেদী হাসান। অন্য প্রান্তে তখন শামীম হোসেন রাগে কাঁপছিলেন। পরের বলটায় নতুন ব্যাটসম্যান নাসুম আহমেদ শর্ট থার্ডম্যানে পাঠিয়েই ১ রান নিয়ে দলকে জিতিয়ে দিলেন। ১ বল ও ৪ উইকেট হাতে নিয়ে জিতে সুপার ফোর শুরু করল বাংলাদেশ।
১৬৯ রানের লক্ষ্য ছুঁয়ে জিতল বাংলাদেশ। টি–টোয়েন্টি এর চেয়ে বড় লক্ষ্য ছুঁয়ে বাংলাদেশ জিতেছে মাত্র দুটি ম্যাচ। ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে এই শ্রীলঙ্কার বিপক্ষেই সর্বোচ্চ ২১৫ রানের লক্ষ্য ছুঁয়ে জিতেছিল বাংলাদেশ।
রান তাড়ায় বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ওপেনার তানজিদ ফিরেছিলেন দলকে ১ রানে রেখে ব্যক্তিগত শূন্য রানে। এরপর অধিনায়ক লিটন দাসকে নিয়ে ৫৯ রানের জুটি গড়েন সাইফ হাসান। সাকিব আর হাসানকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়ার পর লিটন ফিরে যান।
এরপর তাওহিদ হৃদয়কে নিয়ে ৫৪ রান যোগ করেন সাইফ হাসান। বাংলাদেশের জার্সিতে টি–টোয়েন্টিতে দ্বিতীয় ফিফটি করা সাইফ ফিরেছেন ৪৫ বলে ৬১ রান করে। সেখান থেকে শামীম হোসেনকে নিয়ে ২৭ বলে ৪৫ রান যোগ করে শ্রীলঙ্কাকে ম্যাচ থেকে ছিটকে দেন হৃদয়। ১৯তম ওভারে জয়ের ১০ রান আগে ফিরেছেন ৩৭ বলে ৫৮ রান করা হৃদয়। এরপর শেষের ওভারের ওই নাটক।
২৪ সেপ্টেম্বর সুপার ফোরে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ, প্রতিপক্ষ ভারত।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৮/৭ (শানাকা ৬৪*, কুশল মেন্ডিস ৩৪, নিশাঙ্কা ২২, আসালাঙ্কা ২১, কুশল পেরেরা ১৬; মোস্তাফিজ ৩/২০, মেহেদী ২/২৫)। বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১৬৯/৬ (সাইফ ৬১, হৃদয় ৫৮, লিটন ২৩, শামীম ১৪*; শানাকা ২/২১, হাসারাঙ্গা ২/২২)। ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সাইফ হাসান।
৫৮ রান করে ফিরলেন হৃদয়, শেষ ওভারে ৫ রান দরকার বাংলাদেশের
বাংলাদেশ: ১৯ ওভারে ১৬৪/৪
নুয়ান তুষারার করা ১৯তম ওভারের তৃতীয় বলটি ছিল ফুল টস। বলের লাইন মিস করে এলবিডব্লু হয়েছেন ৩৭ বলে ৫৮ রান করা হৃদয়। এরপর উইকেট এসেই প্রথম বলে চার মেরে দিয়েছেন জাকের আলী।
১৮তম ওভারে ১২ তুলল বাংলাদেশ
জয়ের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে বাংলাদেশ। নুয়ান তুষারার করা ১৮তম ওভারে ১২ রান এসেছে। এই ওভারে ২টি চার মেরেছেন শামীম হোসেন।
হৃদয়ের ফিফটি
বাংলাদেশ: ১৭ ওভারে ১৪৫/৩
১৭তম ওভারের প্রথম বলে ১ রান নিয়ে ফিফটি পুরো করেছেন তাওহিদ হৃদয়। ৩১ বলে ফিফটি করার পথে ৪টি চার ও ২টি ছক্কা মেরেছেন হৃদয়। ২২ রানের মাথায় আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১ হাজার রানের মাইলফলক ছোঁয়া হৃদয়ের এটি চতুর্থ ফিফটি।
হাসারাঙ্গার করা ওভারে ৯ রান তুলেছে বাংলাদেশ। শেষ ৩ ওভারে ২৪ রান দরকার জিততে।
২৪ বলে ৩৩ রান দরকার বাংলাদেশের
বাংলাদেশ: ১৬ ওভারে ১৩৬/৩
১৬তম ওভারের প্রথম বলে রানআউট হতে হতেও হননি শামীম হোসেন। ভেল্লালাগে বাজে থ্রো না করলে নিশ্চিতভাবেই আউট হতেন ক্রিজে ফিরতে মরিয়া শামীম। দুষ্মন্ত চামিরার করা ওভারে বাংলাদেশ তুলেছে ৬ রান। হৃদয় অপরাজিত ৪৯ রানে।
২৪ বলে ৩৩ রান দরকার বাংলাদেশের।
এক ওভারে ১৬ রান হৃদয়ের
বাংলাদেশ: ১৫ ওভারে ১৩০/৩
কামিন্দু মেন্ডিসের করা ১৫তম ওভারে ১৬ রান তুলেছেন তাওহিদ হৃদয়। ২টি চার ও ১ ছক্কায় এই রান তোলা হৃদয় ২৭ বলে ৪৪ রান করে অপরাজিত আছেন। সাইফ হাসানের বিদায়ের পর ব্যাটিংয়ে নেমেছেন শামীম হোসেন।
৫ ওভারে ৩৯ দরকার বাংলাদেশের।
সাইফকে ফেরালেন হাসারাঙ্গা
বাংলাদেশ: ১৪ ওভারে ১১৪/৩
তৃতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ। ওয়ানিন্দু হাসারাঙ্গার করা ১৪তম ওভারের শেষ বলে দুনিত ভেল্লালাগেকে ক্যাচ দিয়েছেন বড় শট খেলতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করা সাইফ। যাওয়ার আগে ৪৫ বলে ৬১ রান করেছেন বাংলাদেশের ওপেনার। ১১৪ রানে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ।
৭ ওভারে ৬২ দরকার বাংলাদেশের
বাংলাদেশ: ১৩ ওভারে ১০৭/২
শেষ দুই ওভারে ১৯ রান তুলেছে বাংলাদেশ। শেষ ৭ ওভারে ৬২ দরকার বাংলাদেশের। সাইফ ৪৩ বলে ৬০ ও হৃদয় ১৭ বলে ২২ রান নিয়ে ব্যাট করছিলেন।
সাইফের ফিফটি
বাংলাদেশ: ১১ ওভারে ৮৮/২
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দ্বিতীয় ফিফটি পেলেন সাইফ হাসান। বাংলাদেশ ওপেনার ভেল্লালাগের করা ১১তম ওভারের তৃতীয় বলে ১ রান নিয়ে পেয়ে যান ফিফটি। পরে আরেকটি রান নিয়ে এই সংস্করণে নিজের সর্বোচ্চ ইনিংসটা পেয়ে গেছেন সাইফ। ৩৫ বলে ফিফটি ছোঁয়া সাইফ এর আগে ২০২৩ এশিয়াডে মালয়েশিয়ার বিপক্ষে ৫০ রানে অপরাজিত ছিলেন।
৫৪ বলে ৮১ রান দরকার বাংলাদেশের।
বাংলাদেশ ১০ ওভারে ৮২/২, ফিফটির পথে সাইফ
বাংলাদেশ: ১০ ওভারে ৮২/২
ইনিংসের অর্ধেক পথ পেরিয়ে ২ উইকেটে ৮২ রান তুলেছে বাংলাদেশ। ম্যাচ জিততে শেষ ১০ ওভারে বাংলাদেশের দরকার ৮৭ রান। অষ্টম ওভারে দুনিথ ভেল্লালাগেকে ছক্কা মেরেছেন সাইফ হাসান ৩৪ বলে ৪৯ রান করে ব্যাট করছিলেন। ২২ রানের জুটিতে তাঁর সঙ্গী তাওহিদ হৃদয় অপরাজত ৮ রানে।
সাকিবের রানের রেকর্ড ভাঙলেন লিটন, পাওয়ার প্লেতে বাংলাদেশ ৫৯/১
বাংলাদেশ: ৭ ওভারে ৬২/২
বোলিংয়ে সাকিব আল হাসানের রেকর্ড ছুঁয়েছেন মোস্তাফিজুর রহমান। ব্যাটিংয়ে সাবেক অধিনায়ককে ছাড়িয়েই গেলেন লিটন দাস। ষষ্ঠ ওভারের চতৃুর্থ বলে দুষ্মন্ত চামিরাকে চার মেরেই আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড ভাঙলেন লিটন।
১২৯ ম্যাচে ১২৭ বার ব্যাটিং করে ২৫৫১ সাকিবের। ২৩ রান করে আউট হওয়া লিটনের রান ২৫৫৬। ১১৪ ম্যাচের ১১২ ইনিংসেই সাকিবকে ছাড়ালেন লিটন। সাকিবের রেকর্ড কাড়ার পরের ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছক্কা মারতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে পাতুম নিশাঙ্কার ক্যাচ হয়েছেন ১৬ বলে ২৩ রান করা লিটন। ৬০ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ।
ভেল্লালাগেকে ছক্কা মারলেন সাইফ
বাংলাদেশ: ৫ ওভারে ৪৮/১
শ্রীলঙ্কার আগে ম্যাচে শেষ ওভারে দুনিত ভেল্লালাগেকে পাঁচটি ছক্কা মেরেছিলেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। ওই ম্যাচ শেষে বাবার মৃত্যুর সংবাদ শুনেছিলেন লঙ্কান স্পিনার। বাবাকে শেষ দেখা দেখে ভেল্লালাগে আবার ফিরেছেন সংযুক্ত আরব আমিরাতে। আজ তাঁর করা প্রথম ওভারের তৃতীয় বলে ছক্কা মেরেছেন বাংলাদেশের সাইফ হাসান। ওভারটায় ১০ রান দিয়েছেন ভেল্লালাগে।
নুয়ান তুষারার করা পরের ওভারে ফ্লিক করে আরেকটি ছক্কা মেরেছেন সাইফ। ইনিংসে এটি তাঁর তৃতীয় ছক্কা।
সাইফের চার–ছক্কা
বাংলাদেশ: ৩ ওভারে ২৪/১
প্রথম বলে বোলারের মাথার ওপর দিয়ে দারুণ এক চার, দ্বিতীয় বলে মিড অন দিয়ে ছক্কা—নুয়ান তুষারার করা তৃতীয় ওভারটা দারুণভাবেই শুরু করলেন সাইফ হাসান।
শ্রীলঙ্কার বিপক্ষে আবারও শূন্য রানে ফিরলেন তানজিদ
আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে শূন্য রানে ফিরেছিলেন তানজিদ হাসান। বাংলাদেশ ওপেনার আজ সুপার ফোরে দুবাইয়েও সেই শ্রীলঙ্কার বিপক্ষে আউট হয়েছেন শূন্য রানে। সেই ম্যাচের মতো আজও নুয়ান তুষারার বলে বোল্ড হয়েছেন বাংলাদেশের ওপেনার।
বাংলাদেশ আজ প্রথম উইকেট হারিয়েছে ১ রানে। আগের ম্যাচে শূন্য রানেই পড়েছিল প্রথম উইকেট। সেদিন প্রথম দুই ওভারে কোনো রান করার আগেই ২ উইকেট হারিয়েছিল বাংলাদেশ।
আজ ২ ওভারে বাংলাদেশ তুলেছে ১০ রান।
সাকিবের রেকর্ড ছুঁলেন মোস্তাফিজ
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডে সাকিব আল হাসানের পাশে বসলেন মোস্তাফিজুর রহমান। ওয়ানিন্দু হাসারাঙ্গার উইকেটটি নিয়েই সাকিবের পাশে বসেছেন ম্যাচে ৩ উইকেট নেওয়া বাঁহাতি পেসার। দুজনেরই উইকেট ১৪৯।
১২ ম্যাচ ও ১০ ইনিংস কম খেলেই সাকিবকে ছুঁয়েছেন মোস্তাফিজ। ১২৯ ম্যাচে ১২৬ বার বোলিং করে সাকিব পেয়েছেন ১৪৯ উইকেট। মোস্তাফিজের ১৪৯ উইকেট পেলেন ১১৭ ম্যাচে ১১৬ বার বোলিং করে। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দুজন এখন যৌথভাবে চতুর্থ স্থানে।
১৬৯ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
তাসকিন আহমেদকে শেষ বলে ছক্কা মেরে ইনিংসের ইতি টানলেন দাসুন শানাকা। শানাকার ষষ্ঠ ছক্কাটি শ্রীলঙ্কাকে এনে দিয়েছেন ১৬৮ রান। ৭ উইকেট হারিয়ে এই রান তুলেছে শ্রীলঙ্কা। ৩৭ বলে ৬৪ রান করে অপরাজিত থাকলেন ৩৮ রানে একবার জীবন পাওয়া শানাকা।
পাওয়ার প্লেতে ৫৩ রান তোলা শ্রীলঙ্কা পরের ৬ ওভারে তুলতে পেরেছিল মোটে ৩০ রান। সেই দল শেষ ৫ ওভারে তুলেছে ৫৩ রান।
১৬৯ রানের লক্ষ্য। এশিয়া কাপ টি–টোয়েন্টিতে বাংলাদেশ এত রানের লক্ষ্য ছুঁয়ে জেতেনি কখনো। বাংলাদেশ সর্বোচ্চ ১৪৪ রান তাড়া করে জিতেছে এবারের এশিয়া কাপেই হংকংয়ের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য ছুঁয়ে।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৮/৭ (শানাকা ৬৪*, কুশল মেন্ডিস ৩৪, নিশাঙ্কা ২২, আসালাঙ্কা ২১, কুশল পেরেরা ১৬; মোস্তাফিজ ৩/২০, মেহেদী ২/২৫, তাসকিন ১/৩৭)
রানআউট করে আসালাঙ্কাকে ফেরাল বাংলাদেশ
শ্রীলঙ্কা: ১৯ ওভারে ১৫৮/৭
আগের দুই ওভারে দাসুন শানাকা ও চারিত আসালাঙ্কার ক্যাচ ছাড়া বাংলাদেশের ফিল্ডাররা ১৯তম ওভারের প্রথম বলে রানআউট করেছে আসালাঙ্কাকে। এবার অবশ্য ক্যাচ ছেড়েছিলেন তাওহিদ হৃদয়। তবে তাঁর থ্রো থেকে ধরেই লিটন দাস আউট করেছেন আসালাঙ্কাকে। ১২ বলে ২১ রান করেছেন আসালাঙ্কা। ১৫৪ রানে পঞ্চম উইকেট হারাল শ্রীলঙ্কা।
ওভারের চতুর্থ বলে আরেকটি উইকেট পেয়েছে বাংলাদেশ। এবার মোস্তাফিজ উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচ বানিয়েছেন কামিন্দু মেন্ডিসকে। কামিন্দুকে ফেরানোর পর শেষ বলে ওয়ানিন্দু হাসারাঙ্গার উইকেটটিও পেয়ে বোলিং কোটা পূরণ করেছেন মোস্তাফিজ।
নিজের শেষ ওভারে মাত্র ৫ রান দেওয়া মোস্তাফিজ বোলিং শেষ করলেন ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে।
দুটি ক্যাচ ছাড়লেন বাংলাদেশের ফিল্ডাররা
শ্রীলঙ্কা: ১৮ ওভারে ১৫৩/৪
১৭তম ওভারে মাত্র ৬ রান দিয়েছেন মোস্তাফিজুর রহমান। তবে শামীম হোসেন দাসুন শানাকার ক্যাচ নিতে পারলে মাত্র ৪ রানই দিতেন মোস্তাফিজ। কাভার থেকে অনেকটা পেছনে দৌড়ে বলে শুধু হাতই ছোঁয়াতে পেরেছেন শামীম। ৩৮ রানে জীবন পেয়েছেন শানাকা।
শরীফুলের করা পরের ওভারে আসালাঙ্কার তোলা সহজ ক্যাচ ফেলে দিয়েছেন তাওহিদ হৃদয়। ১৭ রানে জীবন পেলেন লঙ্কান অধিনায়ক। ওভারের শেষ দুই বলেই ছক্কা মেরে ফিফটিতে পৌছেছেন আগের ওভারে বেঁচে যাওয়া শানাকা।
দুই ওভারে ৩১ রান শ্রীলঙ্কার
শ্রীলঙ্কা: ১৬ ওভারে ১২৯/৪
নাসুম আহমেদের করা ১৫তম ওভারে ১৭ রান তুলেছে শ্রীলঙ্কা। দুই ছক্কা ও ১ চারে ১৬ রানই তুলেছেন দাসুন শানাকা। তৃতীয় বলে ডিপ মিডউইকেট দিয়ে ১০১ মিটার লম্বা ছক্কা মারা শানাকা শেষ বলে ডিপ স্কয়ার লেগ দিয়ে মেরেছেন ছক্কা।
কম যাননি চারিত আসালাঙ্কাও। শ্রীলঙ্কা অধিনায়ক তাসকিন আহমেদের করা পরের ওভারের প্রথম বলে ছক্কা মারার পর দ্বিতীয় বলে মেরেছেন চার। তাসকিনের ওভারে এসেছে ১৪ রান।
রেকর্ড পুনরুদ্ধার করেই বিদায় কুশল পেরেরার
শ্রীলঙ্কা: ১৪ ওভারে ৯৮/৪
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড নিয়েই ম্যাচটি শুরু করেছিলেন কুশল পেরেরা। তবে পেরেরা ব্যাটিংয়ে নামার আগেই আরেক কুশল, কুশল মেন্ডিস (২১৯৮) ছাড়িয়ে যান তাঁকে। ১২ রানের মাথায় আবার রেকর্ডটা পুনরুদ্ধার করলেন কুশল পেরেরা (২১৯৯)। এরপর একটি চার মেরেই আউট হয়ে গেছেন কুশল পেরেরা। মোস্তাফিজুর রহমানের বলে উইকেটকিপার লিটন দাসকে ক্যাচ দিয়েছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান। ১৬ বলে ১৬ রান করেছেন কুশল পেরেরা। ৯৭ রানে চতুর্থ উইকেট খোয়াল দলটি।
বাংলাদেশের দারুণ বোলিং
শ্রীলঙ্কা: ১৩ ওভারে ৯১/৩
পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৫৩ রান করেছিল শ্রীলঙ্কা। পরের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০ রান তুলেছে দলটি। এই সময়ে ২ উইকেট নিয়েছেন বাংলাদেশের অফ স্পিনার মেহেদী হাসান। ১৩তম ওভারে ৮ রান তুলেছে শ্রীলঙ্কা
কামিল মিশারাকেও ফেরালেন মেহেদী
শ্রীলঙ্কা: ১১ ওভারে ৭৮/৩
নবম ওভারে তাসকিন আহমেদ দিয়েছেন মাত্র ৫ রান। পরের ওভারে প্রথম বলেই বাংলাদেশকে আরেকবার উল্লাসে মাতার উপলক্ষ এনে দিয়েছেন মেহেদী হাসান। এই অফ স্পিনার বোল্ড করেছেন ধুঁকতে থাকা কামিল মিশারাকে। ১১ বলে ৫ রান করেছেন মিশারা। ৬৫ রানে তৃতীয় উইকেট হারাল লঙ্কানরা।
নাসুম আহমেদের করা ১১তম ওভারে এসেছে ৬ রান।
কুশল মেন্ডিসকে ফেরালেন মেহেদী
শ্রীলঙ্কা: ৮ ওভারে ৬০/২
আগের ওভারে মেহেদী হাসানকে ছক্কা মেরেছিলেন কুশল মেন্ডিস। পরের ওভারে সেই মেন্ডিসকে ফেরালেন বাংলাদেশের অফ স্পিনার। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচটি নিয়েছেন সাইফ হাসান। আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ৭৪ রান করা কুশল আজ ফিরলেন ২৫ বলে ৩৬ করে। ৫৮ রানে দ্বিতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার হয়ে এই সংস্করণে সর্বোচ্চ ৮৯টি ছক্কা মারা কুশল মেন্ডিস এই ম্যাচে মেরেছেন ৩টি ছক্কা। তাঁর বিদায়ের পর উইকেটে এসেছেন আরেক কুশল, কুশল পেরেরা।
প্রথম ওভারে ৩ রান দিলেন মোস্তাফিজ
শ্রীলঙ্কা: ৭ ওভারে ৫৬/১
পাওয়ার প্লে শেষে প্রথমবার বল হাতে নিয়ে প্রথম ওভারে মাত্র ৩ রান দিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।
পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা ৫৩/১
অফ স্পিনার মেহেদী হাসানের কার প্রথম ওভারে ৯ রান তুলেছে শ্রীলঙ্কা। পাওয়ার প্লেতে ৫৩ রান তুলেছে দলটি। তৃতীয় বলে ছক্কা মেরেছেন কুশল মেন্ডিস। মেন্ডিস ১৯ বলে ৩১ ও ওয়ানডাউনে নামা কামিল মিশারা শূন্য রানে ব্যাট করেছিলেন।
নিশাঙ্কাকে ফিরিয়ে তাসকিনের প্রতিশোধ
শ্রীলঙ্কা: ৫ ওভারে ৪৪/১
পঞ্চম ওভারে প্রথম বোলিংয়ে এসেছেন তাসকিন আহমেদ। ফ্লিক করে দারুণ এক ছক্বা মেরেই বাংলাদেশের পেসারকে স্বাগত জানিয়েছেন পাতুম নিশাঙ্কা। পরের ৪ বলে মাত্র ২ রান দেওয়া তাসকিন শেষ বলে প্রতিশোধ নিয়েছেন নিশাঙ্কাকে ফিরিয়ে। ডিপ স্কয়ার লেগে সাইফ হাসানের ক্যাচ হয়েছেন ১৫ বলে ২২ রান করা লঙ্কান ওপেনার। ৪৪ রানে প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা।
নিশাঙ্কার ব্যাটে ঝড়
শ্রীলঙ্কা: ৪ ওভারে ৩৬/০
শরীফুল ইসলামের করা তৃতীয় ওভারের শেষ ৩ বলে ১য রান তুলেছেন পাতুম নিশাঙ্কা। ওভারের শেষ তিন বলে দারুণ তিনটি চার মেরেছেন লঙ্কান ওপেনার। মিড উইকেট দিয়ে প্রথম চার মারার পর শেষ দুই বলে মিড অফ দিয়ে সীমানা ছাড়া করেন নিশাঙ্কা। ওভারে এসেছে ১৫ রান।
নাসুমের করা চতুর্থ ওভারে উঠেছে ৮ রান। ছক্কা মেরেছেন কুশল মেন্ডিস।
নাসুমের ওভারে ৫ রান
শ্রীলঙ্কা: ২ ওভারে ১৩/০
দ্বিতীয় ওভারে নাসুম আহমেদের হাতে বল দিয়েছেন লিটন দাস। এই বাঁহাতি স্পিনারের চতুর্থ বলে কাট করে চার মেরেছেন কুশল মেন্ডিস। ওভারে এসেছে ৫ রান।
প্রথম ওভারে ৮ রান শ্রীলঙ্কার
প্রথম ওভারটি করেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। শ্রীলঙ্কার হয়ে ওপেন করেছেন পাতুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। ওভারের প্রথম তিন বলে ১ রান দেন শরীফুল। চতুর্থ বলটায় ফ্লিক করে ছক্কা মারেন কুশল মেন্ডিস।
টি–টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–শ্রীলঙ্কা
২০ ওভারের ক্রিকেটে এটি ২২তম বাংলাদেশ–শ্রীলঙ্কা ম্যাচ। প্রথম ২১ ম্যাচের ৮টি জিতেছে বাংলাদেশ, হেরেছে ১৩টিতে। সর্বশেষ ম্যাচটি হারলেও সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন
সর্বশেষ ম্যাচের দুজন বাদ দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান ও লেগ স্পিনার রিশাদ হোসেন। দলে ঢুকেছেন অফ স্পিনার মেহেদী হাসান ও বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। অঙ্ক মেলাতে আজ পাঁচ বিশেষজ্ঞ বোলার নিয়েই নামছে বাংলাদেশ।
শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন নেই। খেলছেন আফগানিস্তান ম্যাচ শেষে বাবার মৃত্যু সংবাদ শোনা স্পিনার দুনিত ভেল্লালাগে।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ
পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিত আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, দুষ্মন্ত চামিরা ও নুয়ান তুষারা।
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সুপার ফোরের প্রথম ম্যাচে টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। এবারের এশিয়া কাপের দুদলের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছিল শ্রীলঙ্কা। সে ম্যাচে শ্রীলঙ্কা জেতে ৬ উইকেটে। টস ভাগ্যর মতো আজ ফলও কি বাংলাদেশের পক্ষে আসবে?
দুবাইয়ে বাংলাদেশের রেকর্ড কেমন
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ এখন পর্যন্ত চারটি টি–টোয়েন্টি খেলেছে। এই চার ম্যাচে বাংলাদেশ জিতেছে দুটিতে, হেরেছে দুটিতে। বাংলাদেশের জয় দুটি ২০২২ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে। এই ভেন্যুতে বাংলাদেশ প্রথম টি–টোয়েন্টি খেলে ২০২১ বিশ্বকাপে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই মাচে ৮ উইকেট হারে বাংলাদেশ। পরের বছর টি–টোয়েন্টি এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হার ২ উইকেটে।
এই ভেন্যুতে চারটি ওয়ানডে খেলা বাংলাদেশ জিতেছে একটিতে, হেরেছে তিনটিতে। একমাত্র জয়টি ২০১৮ সালে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশের তিনটি হারই ভারতের বিপক্ষে।
বাংলাদেশ–শ্রীলঙ্কা ম্যাচে স্বাগতম
এশিয়া কাপের সুপার ফোর পর্ব শুরু হচ্ছে আজ। লিগ পদ্ধতির সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচ। বৃহস্পতিবার গ্রুপ পর্বে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে সঙ্গী করে সুপার ফোরে উঠেছে শ্রীলঙ্কা।
সুপার ফোরে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। ২৪ সেপ্টেম্বর দুবাইয়েই বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ, প্রতিদ্বন্দ্বী ভারত। পরের দিনই একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সুপার ফোর পর্বের পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল উঠবে ফাইনালে। ফাইনাল ২৮ সেপ্টেম্বর।