পাকিস্তান দলকে নিয়ে রমিজের উল্টো প্রশ্ন, ‘বিশ্বকাপ জিতবে কী করে’

পাকিস্তানের এই দল সেরা সমন্বয় পেয়েছে কি না, প্রশ্ন আছে রমিজ রাজারএক্স

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগেই বাবর আজম বলেছিলেন, দল নিয়ে যা পরীক্ষা-নিরীক্ষা, তা এই সিরিজেই। ওই সিরিজ থেকেই সঠিক সমন্বয়টা খুঁজে নিয়ে বিশ্বকাপের সম্ভাব্য দলকে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের একাদশে খেলানোর কথাও বলেছিলেন পাকিস্তান অধিনায়ক। আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের একাদশ থেকেও সেটাই মনে হয়েছে।

সাইম আইয়ুব, মোহাম্মদ রিজওয়ান, বাবর, ফখর জামান, ইফতিখার আহমেদ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, ইমাদ ওয়াসিম, শাদাব খান—তাঁরাই একাদশে ছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে। কিন্তু ম্যাচটি হেরে যাওয়ায় পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা প্রশ্ন তুলেছেন—সঠিক সমন্বয়টা কি পাকিস্তান দল আসলে খুঁজে পেয়েছে?

আরও পড়ুন

সঠিক সমন্বয় খুঁজে না পাওয়ার প্রশ্ন তোলার সঙ্গে বিশ্বকাপের বছরে পাকিস্তানের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং নিয়েও কথা বলেছেন রমিজ। আইসিসির সর্বশেষ প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবস্থান সাত নম্বরে। সবকিছু মিলিয়ে বিশ্বকাপে পাকিস্তানের সম্ভাবনার কথা বলতে গিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন রমিজ, দলটি বিশ্বকাপ জিতবে কী করে আর সেমিফাইনালেই-বা উঠবে কী করে?

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে হারের অজুহাত আপনি দিতে পারবেন না। শরীরী ভাষা খুব দুর্বল ছিল। আপনি একটা সমন্বয় তৈরি করেছেন, যেটা দলকে ক্ষতিগ্রস্ত করেছে।’
নতুন সমন্বয় কীভাবে দলের ক্ষতি করেছে, সেই ব্যাখ্যাও দিয়েছেন রমিজ, ‘দল ভালোই করছিল। কিন্তু আপনি অধিনায়ক বদলালেন। নতুন অধিনায়কের জায়গায় আবার পুরোনো জনকেই নিলেন। বিশ্বকাপের বছরে দল টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সাত নম্বরে নেমে গেছে আর এটাই দলের আসল অবস্থাটা বোঝায়।’

আরও পড়ুন
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান রমিজ রাজা
প্রথম আলো

রমিজ এখানেই থামেননি; এরপর তিনি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সম্ভাবনার কথা বলতে গিয়ে উল্টো প্রশ্ন করে বসেন, ‘পাকিস্তান কীভাবে বিশ্বকাপ জিতবে, (যেখানে) আপনার কোনো সমন্বয় নেই। ওপেনিং জুটি এখনো থিতু হয়নি, থিতু ব্যাটাররা তাদের উইকেট হারাচ্ছে। মিডল অর্ডার ঠিকভাবে কাজ করছে না। এই পরিস্থিতিতে কীভাবে পাকিস্তান সেমিফাইনালে যাবে?’

সবকিছুর দায় যেন পাকিস্তানের ক্রিকেটের কাঠামোকেই দিতে চাইলেন রমিজ, ‘আপনি দলের সামর্থ্য জানেন এবং এরপরও ভারত-অস্ট্রেলিয়ার মতো খেলতে চান অথবা ট্রাভিস হেডের মতো খেলোয়াড় তৈরি করতে চান। মিডল অর্ডার এখনো থিতু নয়, আর শীর্ষ তারকারা অনেক রান দিয়ে দিচ্ছে।’

আরও পড়ুন