টেন্ডুলকার-ডি ভিলিয়ার্সের যে রেকর্ড ভাঙলেন ওয়ার্নার

অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারছবি: এএফপি

শুরুটা করেছিলেন ভালোই। ইঙ্গিত ছিল বড় ইনিংসের। তবে কুলদীপ যাদবের স্টাম্পে রাখা বল ড্রাইভ করতে গিয়ে তাঁর হাতেই ক্যাচ দিয়ে ফিরেছেন ডেভিড ওয়ার্নার। ভালো শুরুর ইনিংসটি থেমে গেছে ৫২ বলে ৪১ রানে।

আজ ভারতের বিপক্ষে বড় ইনিংসের সম্ভাবনা কাজে লাগাতে না পারলেও আউটের আগে দারুণ এক রেকর্ড গড়ে গেছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার ৩৬ বছর বাঁহাতিই এখন বিশ্বকাপের দ্রুততম এক হাজার রানের মালিক। পেছনে পড়ে গেছে শচীন টেন্ডুলকার ও এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড।

ভারতীয় কিংবদন্তি টেন্ডুলকার ও ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ খ্যাত ডি ভিলিয়ার্স এক হাজার রানের মাইলফলকে স্পর্শ করেছিলেন ২০ ইনিংসে। আজ বিশ্বকাপে নিজের ১৯তম ম্যাচ খেলতে নামার পর ওয়ার্নারের দরকার ছিল ৯ রান। ইনিংসের সপ্তম ওভারে হার্দিক পান্ডিয়াকে চার মেরে চার অঙ্কের মাইলফলক স্পর্শ করেন তিনি।

বিশ্বকাপে দ্রুততম এক হাজার রানের মালিক এখন ডেভিড ওয়ার্নার
ছবি: এএফপি

বিশ্বকাপে দ্রুততম এক হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় স্থানে ভিভ রিচার্ডস ও সৌরভ গাঙ্গুলী, তাদের লেগেছিল ২১ ইনিংস। আর ২২ ইনিংসে এক হাজারের ঘরে ঢুকেছিলেন অস্ট্রেলিয়ার মার্ক ওয়াহ ও দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস।

১৯
বিশ্বকাপে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ১৯ ইনিংস লেগেছে ডেভিড ওয়ার্নারের। শচীন টেন্ডুলকার ও এবি ডি ভিলিয়ার্সের লেগেছিল ২০ ইনিংস।

অস্ট্রেলিয়ানদের মধ্যে বিশ্বকাপে এক হাজার রান করা চতুর্থ ব্যাটসম্যান ওয়ার্নার। তাঁর আগে এই মাইলফলক স্পর্শ করেছিলেন রিকি পন্টিং (১৭৪৩), অ্যাডাম গিলক্রিস্ট (১০৮৫) ও মার্ক ওয়াহ (১০০৪)। বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের মধ্যে ওয়ার্নারের অবস্থান এই মুহূর্তে ১৭ নম্বরে। সবচেয়ে বেশি ২২৭৮ রান টেন্ডুলকারের। দুই হাজারের বেশি রান করা একমাত্র ব্যাটসম্যানও তিনিই।

দ্বিতীয় স্থানে পন্টিং, ১৫৩২ রান নিয়ে তৃতীয় স্থানে কুমার সাঙ্গাকারা। এবারের বিশ্বকাপে খেলা ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ১১৬০ রান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের। ১০৩৩ রান নিয়ে ওয়ার্নার দুইয়ে, ১০৩০ রান নিয়ে তিনে বিরাট কোহলি।

আরও পড়ুন