ওয়ার্নারের বিকল্পের নাম বললেন মার্ক ওয়াহ

পাকিস্তানের বিপক্ষে সিরিজটাই টেস্টে শেষ অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারেরছবি: এএফপি

ডেভিড ওয়ার্নার ঘোষণা দিয়ে রেখেছেন—পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজটিই টেস্টে তাঁর ক্যারিয়ারের শেষ। ওয়ার্নার চলে গেলে তাঁর জায়গা নেবেন কে—এমন একটি প্রশ্ন অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলে এরই মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, ক্যামেরন ব্যানক্রফট, ম্যাথু রেনশ—এই চারজনের নামই ঘুরেফিরে আসছে।

এই চারজনকেই পাকিস্তানের প্রস্তুতি ম্যাচে প্রধানমন্ত্রী একাদশে রেখেছিলেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়া ১৪১ ওভার ব্যাটিং করে ৪ উইকেটে ৩৬৭ রান করে। ইনিংস ওপেন করতে নামা ব্যানক্রফট ৫৩ ও হ্যারিস ৪৯ রান করেছেন। আর ৪ নম্বরে ব্যাট করতে নামা গ্রিন আউট হয়েছেন ৪৬ রান করে। তবে রেনশ ১৩৬ রান করে ছিলেন অপরাজিত।

আরও পড়ুন

তবে প্রস্তুতি ম্যাচের এই রান মার্ক ওয়াহ খুব একটা আমলে নিচ্ছেন বলে মনে হয় না। ওয়ার্নারের বিকল্প হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারের পছন্দ একজনই, তিনি গ্রিন। ওয়াহ মনে করেন, ওপেনার হিসেবে ওয়াটসন যেটা করতে পেরেছিলেন, গ্রিনও সেটাই করতে পারবেন।

ফক্স স্পোর্টসকে ওয়াহ বলেছেন, ‘খুব বেশি বিকল্প নেই। কিন্তু আমি খুব গুরুত্বের সঙ্গে ক্যামেরন গ্রিনকে দিয়ে ইনিংস ওপেন করানোর বিষয়টি ভাবছি। আমি তাকে দলে দেখতে চাই। কারণ, তার মধ্যে অনেক কিছু দেওয়ার আছে।’

ওয়ার্নারের বিকল্প হিসেবে ক্যামেরন গ্রিনকেই পছন্দ মার্ক ওয়াহর
ছবি: এএফপি

গ্রিনের মধ্যে কী গুন আছে—সে বিষয়ে ওয়াহ বলেছেন, ‘সে দলে ভালো ভারসাম্য আনবে। কারণ, সে ১০ থেকে ১৫ ঘণ্টা বল করে। সে অসাধারণ একজন ফিল্ডার এবং আমি মনে করি সে ব্যাটিংয়ে এখন পর্যন্ত তেমন কিছু দেখাতে পারেনি। তবে দেখেছি, তার টেকনিক ভালো এবং ফাস্ট বোলিংটাও ভালোই করে।’

আরও পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটে গ্রিনের অভিজ্ঞতা ৫৫ ম্যাচের। এর মধ্যে টি–টোয়েন্টি খেলেছেন ৮টি। এই সংস্করণে ইনিংস ওপেন করলেও ২৩ ওয়ানডে ও ২৪ টেস্টের ক্যারিয়ারে কখনো ৪ নম্বরের ওপরে ব্যাটিং করেননি। ২৪ টেস্টের ক্যারিয়ারে ব্যাটিং করেছেন শুধু ৬ ও ৭ নম্বরে। এমন একজন কীভবে ওপেনিংয়ে নেমে নতুন বলের মুখোমুখি হবেন? ওয়াহ বলেছেন, ‘সে ৬ নম্বরে ব্যাটিং করেছে। ৬ নম্বর ব্যাটসম্যান প্রায়ই দ্বিতীয় নতুন বল পায়। তাই আমি মনে করি, এটা শেন ওয়াটসনের মতো পরিস্থিতি হবে।’

অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার মার্ক ওয়াহ
ছবি: এএফপি

ওয়াহ এরপর যোগ করেন, ‘আমি খুব করেই তার দিকে নজর রেখেছি। কারণ, আমি তাকে দলে চাই। এই মুহূর্তে মিচেল মার্শ তার জায়গাটা নিয়ে নিয়েছে।’ গ্রিন মূলত মার্শের কাছে জায়গা হারিয়েছেন সর্বশেষ অ্যাশেজের মাঝামাঝি সময়ে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টেও ২৪ বছর বয়সী গ্রিনের জায়গা পাওয়ার সম্ভাবনা কমই।

আরও পড়ুন