২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মুশফিক–মাহমুদউল্লাহকে শিরোপা উৎসর্গ করে তামিম বললেন, ‘এটা মুশির ট্রফি’

ফাইনাল জয়ের পর মাহমুদউল্লাহদের উচ্ছ্বাসশামসুল হক

বিজয়ী দলের অধিনায়ক তামিম ইকবালের অনুভূতি জানানোর জন্য তাঁকে পুরস্কার অনুষ্ঠানের সঞ্চালক এইচডি অ্যাকারম্যান তাঁকে মাইক্রোফোনের কাছে ডাকলেন। সেখানে গিয়ে তামিম প্রথম কথাটাই বললেন, ‘আমি এখানে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ আসতে বলব।’ দুজনেই সেখানে যাওয়ার পর তামিম ফরচুন বরিশালের হয়ে জেতা বিপিএলের ট্রফিটা মুশফিক ও মাহমুদউল্লাহকে উৎসর্গ করার ঘোষণা দেন। এরপর যোগ করেন, ‘এটাকে আসলে মুশির ট্রফিই বলা যায়!’

অনুভূতি জানানোর সময় কেন মঞ্চে মুশফিক ও মাহমুদউল্লাহকে ডেকে নিলেন আর কেনই বা তিনি ট্রফি এ দুজনকে উৎসর্গ করছেন এবং ‘মুশির ট্রফি’ কেন বললেন, পরে সেই ব্যাখ্যাও দিয়েছেন তামিম।

আরও পড়ুন
টুর্নামেন্টসেরার পুরস্কার জিতেছেন তামিম ইকবাল
প্রথম আলো

বরিশালের অধিনায়ক হিসেবে অভিজ্ঞ মুশফিকের কাছ থেকে কতটা সাহায্য পেয়েছেন, সেটা তামিম তুলে ধরলেন এভাবে, ‘মুশি মাঠে অসাধারণ সবকিছু করেছে। সে ফিল্ডিং পরিবর্তন করেছে, আরও অনেকভাবে সাহায্য করেছে এবং এটাকে আমি মুশির ট্রফি বলব।’

তামিম এই প্রসঙ্গে আরও যোগ করেন, ‘আমি অধিনায়ক ছিলাম বলে মানুষ আমাকেই কৃতিত্ব দেবে। কিন্তু এই ধরনের একটি টুর্নামেন্টে অনেক চাপ থাকে। মুশি আমার চাপ অনেকটাই কমিয়ে দিয়েছে। আমি তাই নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে পেরেছি। মুশি, মাহমদুউল্লাহ এবং অন্যদের সমর্থন ছাড়া এটা সম্ভব হতো না।’

আরও পড়ুন