সাকিবের দেশে ফিরে অনুশীলন করার কোনো মানে খুঁজে পাচ্ছেন না বন্ড

একদিন ঢাকায় থেকে অনুশীলন করে গেছেন সাকিবছবি: প্রথম আলো

বিশ্বকাপে ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছে না সাকিব আল হাসানের। এখন পর্যন্ত ৪ ইনিংস ব্যাট করে রান করেছেন মাত্র ৫৬। রান-খরার এ সমস্যার সমাধান খুঁজতে সাকিব ফিরেছিলেন ঢাকায়। কোচ নাজমূল আবেদীন ফাহিমের সঙ্গে ব্যাটিংয়ে ব্যাপারে পরামর্শ নিতেই তিনি এসেছিলেন।

দল যখন কলকাতায়, তখন সাকিবের ঢাকায় এসে ব্যাটিং অনুশীলন করাটা অনেক আলোচনারই জন্ম দিয়েছে। গতকাল সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ সাকিবের পক্ষে সাফাই গাইলেও নিউজিল্যান্ডের সাবেক ফাস্ট বোলার শেন বন্ড এর কোনো মানে খুঁজে পাচ্ছেন না।

আরও পড়ুন

সাকিব অধিনায়ক বলেই বাড়তি সুবিধাটা পেয়েছেন কি না, এমন একটা প্রশ্ন এসেছিল তাসকিনের সামনে। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, ‘টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তাঁদের অনুমতি নিয়েই সাকিব ভাই ঢাকায় গিয়েছেন। তিনি টিম ম্যানেজমেন্টকে বলেছিলেন, নিজের ব্যাটিং নিয়ে কাজ করতে চান। সেই দিন আমাদের বিশ্রামও ছিল। তাই ম্যানেজমেন্ট তাঁকে অনুমতি দিয়েছে। তিনি ক্রিকেটীয় কারণেই গিয়েছিলেন, অন্য কিছু নয়।’

তবে বন্ডের মত ভিন্ন। সাবেক এই ফাস্ট বোলারের মতে, বিশ্বকাপের মাঝে অধিনায়কের দল ছাড়া ভালো কিছু নয়। ক্রিকেট–বিষয়ক খবরের ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘এটা ভালো কিছু নয়। মাঠের বাইরে নেতৃত্বের কথা যদি বলি, এটা খুব ভালো উদাহরণ নয়। দল এখনো অনুশীলন করছে, অনেক ধরনের কথা হচ্ছে—কীভাবে টুর্নামেন্টে টিকে থাকা যায়, এমন সময় দল ছেড়ে দেশে যাওয়ার কোনো মানে হয় না। আপনি নিশ্চয়ই স্কোয়াডের ১৫ জনকেই এ সময়ে দেশে যেতে দেবেন না। আপনি আপনার কোচকে কেন ক্যাম্পে নিয়ে আসবেন না?’

আরও পড়ুন

বাংলাদেশ প্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলেছে ১৯৯৯ সালে। প্রথম বিশ্বকাপেই বাংলাদেশ হারায় শক্তিশালী পাকিস্তানকে। জয় পায় স্কটল্যান্ডের বিপক্ষেও। ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশ কোনো জয় পায়নি। ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা, ভারতসহ বাংলাদেশ জয় পায় তিন ম্যাচে। ২০১১, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপেও তিনটি করে ম্যাচ জেতে বাংলাদেশ।

অর্থাৎ, চলতি বিশ্বকাপের আগের চার বিশ্বকাপেই বাংলাদেশের ফলাফল একই, তিনটি করে ম্যাচ জিতেছে। চলতি বিশ্বকাপে তো এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ জিতেছে। ২০ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলা একটা দেশের জন্যও খুব একটা ভালো ফল নয়।

কলকাতায় ইডেন গার্ডেনে অনুশীলন শেষে স্থানীয় নেট বোলারদের সঙ্গে এভাবেই ক্যামেরাবন্দী হয়েছেন বাংলাদেশ অধিনায়ক
ছবি : এএফপি

বন্ড মনে করছেন, নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ভালো খেলা তাই খুবই প্রয়োজন, ‘হাড্ডাহাড্ডি লড়াই হওয়া উচিত। অস্ট্রেলিয়া ম্যাচটা বাদ দিলে নেদারল্যান্ডস ধারাবাহিক ক্রিকেট খেলছে। বাংলাদেশ পুরো উল্টো, তারা অধারাবাহিক। বাংলাদেশের ওপর একটা চাপও আছে। সব সময়ই বড় আশা নিয়ে বাংলাদেশ বিশ্বকাপে আসে, ২০ বছর ধরে তারা টেস্ট খেলছে। এখনো তারা বিশ্বমঞ্চে সেভাবে পারফর্ম করতে পারছে না। তাদের আগামীকাল (আজ) ভালো করা খুবই প্রয়োজন।’

আরও পড়ুন