ভারত–পাকিস্তান ম্যাচের জন্য মুখিয়ে আছেন বাবর

পাকিস্তান অধিনায়ক বাবর আজমছবি: আইসিসি

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই শুরু হবে বিশ্বকাপ শিরোপার জন্য ব্যাট-বলের রোমাঞ্চকর লড়াই। বিশ্বকাপ সামনে রেখে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উদ্বোধনী অনুষ্ঠান না থাকলেও টুর্নামেন্ট শুরুর আগে আইসিসি রাখে নানা আয়োজন। আজ যেমন ক্যাপ্টেনস ডেতে এক মঞ্চে দেখা গেছে ১০ অধিনায়ককে।

যেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজেদের স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে কথা বলেছেন তাঁরা। ক্যাপ্টেনস ডেতে পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে স্বাভাবিকভাবেই কথা বলতে হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে। ১৪ অক্টোবরের এই ম্যাচটির জন্য মুখিয়ে থাকার কথায় বলেছেন বাবর।

আরও পড়ুন

ক্যাপ্টেনস ডের এই অনুষ্ঠানে একসঙ্গেই মঞ্চে আসেন বাবর-রোহিত। তবে অনুষ্ঠানস্থলে আসার আগেই রোহিতের সঙ্গে দেখা হয় বাবরের। সেখানেও তাঁরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আর অনুষ্ঠানে বাবরের কাছ থেকে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কেমন রোমাঞ্চিত, তা জানতে চাওয়া হয়। উত্তরে বাবর বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই রোমাঞ্চিত। ১৪ অক্টোবরের আগে আমাদের আরও দুটি ম্যাচ খেলতে হবে। আমরা ম্যাচ ধরে ধরে আগাতে চাই। ভারত-পাকিস্তান ম্যাচ সব সময় বড়। সবাই এ ম্যাচের অপেক্ষায় আছে।’

ভারতের মাটিতে বিশ্বকাপ। প্রতিবেশী দেশে এর আগে কখনো আসা হয়নি বাবরদের। টুর্নামেন্টের আগে বিশেষ কোনো চাপ বোধ করছেন কি না জানতে চাইলে বাবর বলেছেন, ‘দেখুন, তেমন কোনো চাপ নেই। এখানকার কন্ডিশন পাকিস্তানের মতোই। আর আমরা এখানে এক সপ্তাহ আগে এসেছি এবং আমরা এখানে প্রস্তুতি ম্যাচও খেলেছি। তেমন কোনো পার্থক্য এখানে দেখছি না। বাউন্ডারি সীমানাগুলোও একই, বোলারদের জন্য ভুলের সুযোগ কম। খারাপ বল হলে ব্যাটসম্যানরা তা কাজে লাগাবেই। আপনাকে পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। আমরা চেষ্টা করব খেলায় নিজেদের সেরাটা কাজে লাগানোর।’

প্রথমবার ভারতে এসেছেন বাবর। প্রতিবেশী দেশের সঙ্গে রাজনৈতিক কারণে সম্পর্ক শীতল হলেও বাবররা বেশ উষ্ণ অভ্যর্থনায় পেয়েছেন। ভারতের আতিথেয়তা নিয়ে জানতে চাইলে বাবর বলেছেন, ‘এটা খুব ভালো ছিল। আমরা দারুণ আতিথেয়তা পেয়েছি। এটা আমরা আশা করিনি। সবাই উপভোগ করছে। হায়দরাবাদে সপ্তাহটা দারুণ কেটেছে। মনেই হয়নি আমরা ভারতে আছি। মনে হচ্ছে, আমরা নিজেদের বাড়িতে আছি। আমরা প্রতি মুহূর্ত উপভোগ করছি। এটা সবার জন্য শতভাগ দেওয়ার এবং টুর্নামেন্ট উপভোগ করার দারুণ সুযোগ।’

আরও পড়ুন

এ সময় বাবরের কাছে হায়দরাবাদের বিরিয়ানি কেমন লেগেছে জানতে চান উপস্থাপক রবি শাস্ত্রী। জবাবে পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘এ প্রশ্নের উত্তর এক শ বার দিয়েছি। অনেক বিরিয়ানি খেয়েছি। খুব ভালো লেগেছে।’