আইএল টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন শামার জোসেফ, দল পেলেন পিএসএলে

গ্যাবায় ম্যাচসেরা হয়েছেন শামার জোসেফএএফপি

ব্রিসবেন-রূপকথা রচনার পর ভালো আর মন্দ, দুই রকমের খবর পেলেন শামার জোসেফ। গত পরশু ব্রিসবেনের গ্যাবায় ১১.৫ ওভারের এক স্পেলে ৬৮ রানে ৭ উইকেট নিয়ে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে এনে দিয়েছেন টেস্ট জয়। অথচ আগের দিন ব্যাটিংয়ের সময় মিচেল স্টার্কের একটি ইয়র্কারে ডান পায়ের বুড়ো আঙুলে চোট পাওয়ায় এই ম্যাচে তাঁর আর মাঠে নামা নিয়েই শঙ্কা ছিল!

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের চতুর্থ দিন চোট নিয়ে খেলতে পারলেও চোটের কারণে তিনি আইএল টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন। ব্রিসবেন টেস্ট শেষ করে আইএল টি-টোয়েন্টিতে ক্যাপিটালসের হয়ে খেলতে অস্ট্রেলিয়া থেকে সরাসরি দুবাই যাওয়ার কথা ছিল জোসেফের। কিন্তু বাদ সেধেছে ব্রিসবেন টেস্টে পাওয়া আঙুলের চোট। তাই অস্ট্রেলিয়া থেকে তাঁকে ফিরতে হচ্ছে গায়ানায়।

আরও পড়ুন

অন্যদিকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ডাক পেয়েছেন জোসেফ। পাকিস্তান সুপার লিগের পরবর্তী আসর শুরু হবে ১৭ ফেব্রুয়ারি। এর আগে দলগুলো চোট পাওয়া খেলোয়াড়দের বদলি করার সুযোগ পাচ্ছে। তারই অংশ হিসেবে পেশোয়ার জালমি ইংল্যান্ডের গাস এটকিনসনের জায়গায় দলে নিয়েছে শামার জোসেফকে।

চোট পাওয়ার পর স্ক্যানে কোনো সমস্যা ধরা পড়েনি। হাড়ে চিড়ও ধরেনি। কিন্তু এ নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। জোসেফ নিজেও ঝুঁকি নিতে চান না। তাই আপাতত তিনি দেশে ফিরে যাচ্ছেন। সেখানে কিছুদিন বিশ্রাম নিয়ে পিএসএল খেলতে পাকিস্তানে যাবেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার।

আরও পড়ুন