বোর্ডের চুক্তিতে ‘না’ নিশামেরও

কিউই অলরাউন্ডার জিমি নিশাম।ছবি: এএফপি

ট্রেন্ট বোল্ট আর কলিন ডি গ্রান্ডহোমের পর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) সঙ্গে চুক্তিতে হতে রাজি হননি জিমি নিশামও। ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার জানিয়েছেন, বিভিন্ন দেশের ঘরোয়া ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টিতে খেলার কথা দিয়ে ফেলছেন তিনি।

নিজের কথা রাখতে এখন বোর্ডের সঙ্গে চুক্তিতে আগ্রহী নন। নিশাম ‘না’ করে দেওয়ার পর পেস বোলার ব্লেয়ার টিকনার ও ওপেনিং ব্যাটসম্যান ফিন অ্যালেনকে ২০২২-২৩ মৌসুমের চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে এনজেডসি।

আরও পড়ুন

বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে নিশামের রাজি না হওয়ার কারণ বোল্ট ও গ্রান্ডহোমের মতোই—ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি। তবে প্রেক্ষাপট ভিন্ন। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ১ বছরের জন্য ১৯ ক্রিকেটারকে চুক্তির আওতায় আনে গত মাসে।

বাঁহাতি পেসার বোল্ট আগেই জানিয়ে দেন, টানা খেলার চাপ নিতে চান না তিনি। পরিবারকে সময় দেবেন এবং নিজের ইচ্ছেমতো ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি খেলবেন। বোর্ড তাঁর সঙ্গে আলাপ করে প্রস্তাবিত চুক্তির তালিকা থেকে নাম সরিয়ে দেয়।

গ্রান্ডহোমের নাম অবশ্য চূড়ান্ত তালিকাতেই ছিল। চুক্তিতে থাকলে ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি খেলতে বোর্ডের অনুমোদন নিতে হয়। সেই অনুমোদন না নিয়েই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলার জন্য নাম দিয়েছিলেন গ্রান্ডহোম।

আরও পড়ুন

ঘটনা প্রকাশ হলে বোর্ডের সঙ্গে আলাপ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নিয়ে ফেলেন তিনি। বোর্ডও গ্রান্ডহোমকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়।

নিশাম অবশ্য চুক্তিতে থাকতেই চেয়েছিলেন। তবে ক্রিকেট বোর্ড শুরুতে তাঁকে চুক্তিতে রাখেনি। বোল্ট ও গ্রান্ডহোমের কারণে দুটি পদ শূন্য হয়ে যাওয়ায় এক মাস পর চুক্তির জন্য প্রস্তাব দেওয়া হয় তাঁকে। কিন্তু এরইমধ্যে একাধিক ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে কথা দিয়ে ফেলায় এখন আর রাজি নন নিশাম।

ইনস্টাগ্রামের এক পোস্টে এ বিষয়ে নিজের অবস্থানও তুলে ধরেছেন ৪৮টি টি-টোয়েন্টি খেলা এই অলরাউন্ডার। লিখেছেন, ‘আমি জানি আমার কেন্দ্রীয় চুক্তিকে ‘না’ করে দেওয়ার খবরকে দেশের চেয়ে টাকাকে প্রাধান্য দেওয়া হিসেবে দেখা হবে। জুলাই মাসে বোর্ডের চুক্তির প্রস্তাব গ্রহণ করার পরিকল্পনা ছিল আমার। কিন্তু তখন আমাকে চুক্তিতে রাখা হয়নি। যে কারণে বিশ্বের বিভিন্ন লিগে আমি কথা দিয়ে ফেলেছি। নিজের প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখাব, নাকি কথা ফিরিয়ে নিয়ে বোর্ডে সঙ্গে চুক্তি করব—এই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল।’ তবে দেশের জন্য জাতীয় দলের ডাকে সাড়া দেওয়ার কথা বলেছেন নিশাম।