৫০ সেঞ্চুরিতে বাংলাদেশের প্রথম এনামুল হক
‘২০২৫ ওই বছর শেষ হওয়ার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০টা’—২০১৪ সালে ডায়েরিতে লিখে রেখেছিলেন এনামুল হক। ডায়েরির পাতার সেই ছবিটা এ বছরের ফেব্রুয়ারিতে ফেসবুকে পোস্ট করেন বিজয় নামেই বেশি পরিচিত এই ব্যাটসম্যান।
এনামুলের ভবিষ্যদ্বাণী মিলে গেছে। ২০২৫ সালেই তিন সংস্করণ মিলিয়ে স্বীকৃত ক্রিকেটে ৫০তম সেঞ্চুরি পেয়ে গেছেন জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান।
স্বীকৃত ক্রিকেটে ৪৯তম সেঞ্চুরিটা গত ২৫ মার্চ পেয়েছিলেন এনামুল। বিজয় নামেই বেশি পরিচিত এনামুল আজ পেয়ে গেলেন ৫০তম সেঞ্চুরিটি। বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে গাজী গ্রুপ স্পোর্টসের অধিনায়ক মাইলফলক সেঞ্চুরিতে পৌঁছেছেন ছক্কা মেরে। লিজেন্ডস অব রূপগঞ্জের পেসার শরীফুল ইসলামকে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে পেয়ে যান ৫০তম সেঞ্চুরি।
জিতেছে এনামুলের দলও। ২২৩ রান তাড়া করতে নেমে ইনিংস ওপেন করা এনামুল ১০৫ বলে ১০ চার ও ১ ছক্কায় অপরাজিত ছিলেন ১১০ রানে। ৪৩ ওভারের ম্যাচটি গাজী গ্রুপ জিতেছে ৭ উইকেট ও ২ ওভার হাতে রেখে।
৫০ সেঞ্চুরির ২৪টি এনামুল পেয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে। লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর সেঞ্চুরি ২৩টি, স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩টি।
স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটা এ বছরের জানুয়ারি থেকেই তাঁর দখলে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহীর হয়ে খুলনার বিপক্ষে সেঞ্চুরি করেই রেকর্ডটা গড়েন এনামুল। স্বীকৃত ক্রিকেটে যেটি ছিল তাঁর ৪৭তম সেঞ্চুরি। তাতে নাঈম ইসলামের ৪৬ সেঞ্চুরির রেকর্ডকে পেছনে ফেলেন তিনি।
এনামুল নাঈমকে ছুঁয়েছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে জাতীয় লিগ টি-টোয়েন্টিতে। খুলনা বিভাগের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেছিলেন এই ডানহাতি।
২০০৮ সালে স্বীকৃত ক্রিকেটে প্রথম ম্যাচ খেলা এনামুল ২০১০ সালের অক্টোবরে পান সেঞ্চুরির দেখা। রাজশাহীতে জাতীয় ক্রিকেটে লিগে ঢাকা বিভাগের হয়ে খুলনা বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে সাতে নেমে ১৩৩ রান করেছিলেন। এরপর ২০২১ সাল ছাড়া প্রতি বছরই অন্তত একটি সেঞ্চুরি পেয়েছেন এনামুল। ২০১৯ সালে সর্বোচ্চ ৬টি সেঞ্চুরি পেয়েছিলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
এনামুলের যদি কোনো আক্ষেপ থেকে থাকে, সেটি নিশ্চিত জাতীয় দলে বেশি সেঞ্চুরি না পাওয়া। দলে ঢুকে বারবারই বাদ পড়া এনামুলের ৫০ সেঞ্চুরির মাত্র ৩টিই যে জাতীয় দলের। ওই তিন সেঞ্চুরিই আবার ওয়ানডেতে।