অশ্বিনের কথার সূত্র ধরে স্টাইরিসের দাবি, সুইচ হিট নিষিদ্ধ করা হোক

রবিচন্দ্রন অশ্বিন ও স্কট স্টাইরিসছবি: ইনস্টাগ্রাম

রবিচন্দ্রন অশ্বিন কথাটা বলেছিলেন দুদিন আগে, তবে তাঁর দাবি এত বেশি ছিল না। স্কট স্টাইরিস দাবির মাত্রা অনেকটা বাড়িয়েই দিলেন।

প্রসঙ্গ সুইচ হিট। এই সুইচ হিট আর রিভার্স সুইপের মতো শটের কারণে ব্যাটসম্যানরা বেশি সুবিধা পাচ্ছেন বলে অশ্বিনের দাবি ছিল, তাহলে বোলারদের সুবিধার জন্য এলবিডব্লুর নিয়মে বদল আনা হোক। কিন্তু দাবিটাকে আরেকটু বাড়িয়ে নিয়ে স্টাইরিসের সোজা কথা, এলবিডব্লুর নিয়মটিয়মের বদলের চেয়ে সুইচ হিটই নিষিদ্ধ করে দেওয়া হোক।

স্টাইরিস অবশ্য সুইচ হিট নিয়ে নেতিবাচক কিছু বলারই কথা। কেভিন পিটারসেনের সৌজন্যে জনপ্রিয়তা পাওয়া সুইচ হিটের শুরু যে তাঁর বলেই! পিটারসেনের পর এবি ডি ভিলিয়ার্স-ব্রেন্ডন ম্যাককালাম হয়ে এ যুগে গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নারদের ব্যাটেই বেশি মেলে। শটটা নিয়ে বিতর্কও নতুন কিছু নয়। নিজের ইউটিউব চ্যানেলে এ নিয়ে দিন দুয়েক আগে রবিচন্দ্রন অশ্বিনের কথাগুলো বিতর্ক আবার উসকে দিয়েছে।

কেভিন পিটারসেনের হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছে রিভার্স হিট
ফাইল ছবি

ভারতীয় অফ স্পিনার অবশ্য শটটা বাদ দেওয়ার কথা বলেনি। ব্যাটসম্যান আর বোলারদের দাপটে সমতাকেই যুক্তি হিসেবে তুলে ধরে শুধু রিভার্স সুইপ, সুইচ হিটের মতো শটের ক্ষেত্রে এলবিডব্লুর নিয়মে বদলের ডাক দিয়েছেন অশ্বিন। এখনকার নিয়মে স্পিনারদের ক্ষেত্রে বল লেগ স্টাম্পের লাইনের বাইরে পিচ করলেই আর এলবিডব্লু দেওয়া হয় না, তা ‘হক আই’ প্রযুক্তিতে বল যতই স্টাম্পে আঘাত হানবে বলে দেখানো হোক। কিন্তু অশ্বিনের দাবি, অফ বা লেগ—যে স্টাম্পের বাইরেই পড়ুক, বল স্টাম্পে আঘাত হানবে দেখানো হলেই এলবিডব্লু দেওয়া হোক।

‘ব্যাটসম্যানরা সুইচ হিট খেলুক, তবে ওরা ব্যাটে লাগাতে না পারলে সে ক্ষেত্রে আমাদের এলবিডব্লু দিন। ব্যাটসম্যান ঘুরে গেলে (এবং এরপর বল পায়ে লাগলে) তখন আপনি কীভাবে বলেন যে সেটা এলবিডব্লু নয়? খেলাটার সব সংস্করণেই যদি এটিকে এলবিডব্লু দেওয়া হয়, তাহলে ব্যাটিং আর বোলিংয়ের মধ্যে লড়াইয়ে সমতাটা থাকে’—অশ্বিনের যুক্তি।

কিন্তু সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডার স্কট স্টাইরিস অতটুকুতেই থেমে থাকছেন না। তাঁর যুক্তি, শটটা একেবারেই নিষিদ্ধ করে দেওয়া উচিত, ব্যাটসম্যানকে শটের সময়ে হাত ও পায়ের অবস্থান পুরো বদলাতে দেওয়া উচিত নয়।

ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস এইটিনের অনুষ্ঠান ‘স্পোর্টস ওভার দ্য টপ’-এ অশ্বিনের মন্তব্যের জেরেই স্টাইরিসের কথা, ‘অশ্বিনের অনেকগুলো যুক্তিই আমার খুব ভালো লেগেছে। ওর সব সমাধানের সঙ্গেই যদিও আমার দ্বিমত আছে। আমার সত্যিই মনে হয়, যদিও সুইচ হিট আমাদের অনেক বিনোদন জুগিয়েছে, তবে এই সুইচ হিট পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া উচিত।’

কেন এমন মনে হচ্ছে, সেটির ব্যাখ্যাও দিয়েছেন স্টাইরিস। ফিল্ডিং সাজানোর সময় অনেক বিধিনিষেধের কথা টেনে এনে স্টাইরিসের যুক্তি, ‘ফিল্ডাররা কোথায় থাকতে পারবে, পয়েন্টের পেছনে কতজন, লেগ সাইডে কতজন...এরকম সব ব্যাপারে অধিনায়ক ও বোলারদের জন্য অনেক নিয়মকানুন থাকে। তাই একজন ব্যাটসম্যানও চাইলেই হাতের অবস্থান বদলে ফেলতে পারে না, সামনের পা-ও বদলে ফেলতে পারে না।’

সুইচ হিটের ক্ষেত্রে কী সমস্যা হয়, সেটির ব্যাখ্যাও দিয়েছেন স্টাইরিস, ‘কেউ চাইলে রিভার্স সুইপ বা রিভার্স হিট খেলতে পারে, কিন্তু আমার ব্যাপারটা ভালো লাগে না। হাতের অবস্থানের দিকটাই দেখুন, কেভিন পিটারসেন (সুইচ হিটের সময়ে) নিজেকে পুরোপুরি বাঁহাতি ব্যাটসম্যানে বদলে ফেলেছিল।’ তবে এতটুকু বলেও অশ্বিনের সঙ্গে তাঁর একটা জায়গায় দ্বিমত আছে, ‘সুইচ হিট যদি আপনি তুলে নেন, কিন্তু সব ধরনের রিভার্স সুইপ বা রিভার্স হিট খেলার সুবিধা আগের মতোই রাখেন, তাহলেই তো আর অশ্বিন যে এলবিডব্লুর নিয়মের কথা বলছে, সেটি নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে না। এতে ব্যাটসম্যান আর বোলারের মধ্যে লড়াইয়েও সমতা থাকবে।’