ডোনাল্ডের বিদায় নিয়ে যা বললেন হাথুরু

অ্যালান ডোনাল্ডের বোলিং ক্লাসে বাংলাদেশের পেসাররাছবি: প্রথম আলো

বিসিবির সঙ্গে ফাস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের চুক্তির মেয়াদ ছিল এ বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার চুক্তির মেয়াদ আর বাড়াবেন না। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে দলের খেলোয়াড়দের ‘বিদায়’ বলে দিয়েছেন তিনি। বিশ্বকাপ শেষে ঢাকাতেও ফিরবেন না। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ফাস্ট বোলারের বাংলাদেশের ‘ফাস্ট বোলিং কোচ’ হিসেবে কার্যকাল শেষ।

ডোনাল্ড বিশ্বকাপ শেষে চুক্তির মেয়াদ বাড়াবেন না, এটা শোনা যাচ্ছিল আগেই। তবে বিদায়বেলায় বিতর্ক সঙ্গী হয়েছে তাঁর। বাংলাদেশ–শ্রীলঙ্কা ম্যাচে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের অ্যাঞ্জেলো ম্যাথুসকে ‘টাইমড আউট’ করার ব্যাপারটি তাঁর পছন্দ হয়নি। তিনি এই ‘টাইমড আউট’ ক্রিকেট মাঠে দেখতে চান না বলে মন্তব্য করেছেন। খোলাখুলি সমালোচনা করেছেন। বিষয়টিকে অবশ্য ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিম ম্যানেজমেন্টের সদস্য হয়েও অধিনায়কের সিদ্ধান্তকে সমালোচনা করার ব্যাপারটি নিয়ে ডোনাল্ডের ওপর অসন্তুষ্ট বোর্ড। তাঁকে লিখিতভাবে এ বিষয়ে নিজেদের অসন্তোষের কথা জানিয়েও দিয়েছে। এর এক দিন পরই ডোনাল্ড খেলোয়াড়দের নিজের চাকরি ছাড়ার বিষয়টি জানিয়ে দিয়েছেন।

বাংলাদেশের সাফল্যে ডোনাল্ডের অবদানকে স্মরণ হাথুরুর
ছবি: প্রথম আলো

আজ পুনেতে বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সংবাদ সম্মেলনে ডোনাল্ডের প্রসঙ্গ উঠল। হাথুরু বলেছেন, ডোনাল্ডকে বাংলাদেশ দল মিস করবে। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ফাস্ট বোলারের সঙ্গে কাজ করতে পারাটাকে হাথুরু বলেছেন, ‘দারুণ অভিজ্ঞতা।’

বাংলাদেশের শ্রীলঙ্কান কোচ জানিয়েছেন, এখনো পর্যন্ত তিনি ডোনাল্ডের সঙ্গে কোনো কথা বলেননি, ‘এখনো কথা হয়নি, তবে ম্যাচ শেষে অবশ্যই তাঁর সঙ্গে কথা বলব। তিনি বাংলাদেশ দলে ফাস্ট বোলিং কোচ হিসেবে দারুণ কাজ করেছেন। তিনি আমাদের সাফল্যে অবদান রেখেছেন, ফাস্ট বোলারদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’

পেসারদের এভাবেই হাতে কলমে শেখাতেন ডোনাল্ড
ছবি: রয়টার্স

ডোনাল্ডের উপস্থিতি বাংলাদেশ দলে দারুণ এক সংযোজন ছিল বলেও মন্তব্য করেছেন হাথুরু, ‘তিনি আমাদের দলের কোচিং স্টাফে দারুণ এক সংযোজন ছিলেন। তিনি দলে অনেক অভিজ্ঞতা যোগ করেছেন। তাঁর উপস্থিতি দারুণ এক ব্যাপার ছিল। ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে কাজ করাটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। তাঁকে দল খুব মিস করবে।’

চাকরি ছাড়ার আগে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকব্লগ ডটনেটকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথুসের বিপক্ষে সাকিব আল হাসানের টাইমড আউটের আবেদনের সমালোচনা করেন তিনি। সেখানে ডোনাল্ড বলেছেন, ‘আমি ক্রিকেট মাঠে এমন কিছু দেখতে চাই না।’