সেঞ্চুরিতে অবসান সাব্বিরের অপেক্ষার

রাজশাহী বিভাগের ক্রিকেটার সাব্বির হোসেনফাইল ছবি: বিসিবি

২০১৭ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। অথচ গত ছয় বছরে সাব্বির হোসেন ম্যাচ খেলেছেন মাত্র ৭টি। শতকের অপেক্ষাটাও তাই ছিল দীর্ঘদিনের। কাল সে অপেক্ষার অবসান হয়েছে রাজশাহীর এই ক্রিকেটারের। চট্টগ্রামের বিপক্ষে প্রথম ইনিংসে ওয়ানডে মেজাজে খেলে পেয়ে গেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম শতক।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সাব্বিরের ব্যাট থেকে এসেছে ১২২ বলে ১২৩ রানের ইনিংস। ১৩টি চার ও ৭টি ছক্কা ছিল তাতে। সাব্বিরের ইনিংসের সৌজন্যে রাজশাহী বিভাগ দিন শেষে ৮ উইকেটে ৩০৯ রান করেছে। চট্টগ্রামের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন সৈকত আলী ও নাঈম হাসান।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৬৭ রান করেছে সিলেট বিভাগ। ৭০ রানে অপরাজিত আছেন শামসুর রহমান। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচ খেলতে নামা তাওহিদুল ইসলাম অপরাজিত আছেন ৪৫ রানে। রংপুরের নিহাদুজ্জামান সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন।

বগুড়ায় খুলনা বিভাগের ব্যাটিং অবশ্য ভালো হয়নি। বরিশালের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে ১৪২ রানে অলআউট হয়েছে সৌম্য-মিঠুনদের দল। খুলনার হয়ে সর্বোচ্চ ৬২ রান করে অপরাজিত ছিলেন নাহিদুল ইসলাম।

আরও পড়ুন

বরিশালের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন রুয়েল মিয়া। কামরুল ইসলাম নিয়েছেন ৩ উইকেট। বরিশালের ব্যাটসম্যানরাও ভালো কিছু করতে পারেননি। ৮০ রান তুলতেই হারিয়েছে ৫ উইকেট। সৌম্য সরকার একাই নেন ৪ উইকেট। কক্সবাজারে ঢাকা বিভাগ ও ঢাকা মহানগরের মধ্যে অন্য ম্যাচের প্রথম দিনে একটি বলও মাঠে গড়াতে পারেনি বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে।