বিসিবির তালিকায় এখনো শ্রীরাম

শ্রীরাম এখনো বিসিবির তালিকায়ছবি: শামসুল হক

রাসেল ডমিঙ্গোর বিদায়ের পর বাংলাদেশ দলের সম্ভাব্য কোচদের মধ্যে শ্রীধরন শ্রীরামের নামটাই বেশি শোনা গেছে। তবে তিন সংস্করণের প্রধান কোচ হিসেবে বিসিবি শেষ পর্যন্ত চন্ডিকা হাথুরুসিংহেকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়ার পর দৃশ্যপট থেকে হারিয়ে যান এই ভারতীয় কোচ। আজ জানা গেল শ্রীরাম এখনো আছেন বিসিবির তালিকায়।

হাথুরুর সহকারী হতে পারেন শ্রীরাম
ছবি: প্রথম আলো

বিসিবি কার্যালয়ে আজ এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, বাংলাদেশ দলের সম্ভাব্য সহকারী কোচদের তালিকায় আছেন শ্রীরাম। সহকারী কোচ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা একজন বিদেশি খুঁজছি সহকারী কোচ হিসেবে। যে পরিমাণ খেলা, একজনের পক্ষে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। আরেকজন যদি থাকে, তাহলে প্রধান কোচের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারবে। আশা করি ইংল্যান্ড সিরিজের আগেই একটা সিদ্ধান্তে আসতে পারব।’ তালিকায় শ্রীরামের থাকার বিষয়টিও নিশ্চিত করেন সভাপতি, ‘শ্রীরাম আমাদের তালিকায় আছেন।’

শ্রীধরন শ্রীরামকে নিয়ে সিদ্ধান্ত আসতে পারে ইংল্যান্ড সিরিজের আগেই
ছবি : প্রথম আলো

এ ছাড়া স্থানীয় কোচদেরও জাতীয় দলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন নাজমুল হাসান, ‘আমাদের পরিকল্পনা আছে স্থানীয় কয়েকজন কোচকে আমরা প্রস্তাব দেব। যদি তাঁরা আগ্রহী থাকেন, তাহলে কয়েক বছর পর তাঁরাও দায়িত্ব নিতে পারবেন।’

ওদিকে মার্চের প্রথম সপ্তাহে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে যুক্তরাষ্ট্র জাতীয় দল তিনটি এক দিনের ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগের সঙ্গে সাংঘর্ষিক বল তাতে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।