জিম্বাবুয়ের খেলা দেখে নার্ভাস হয়ে গিয়েছিলেন এনামুলরা

জিম্বাবুয়ে সফর শেষে আজ দেশে ফিরেছে বাংলাদেশ দলছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটটা বাংলাদেশের জন্য এখনো একটি ধাঁধার নাম। জিম্বাবুয়ে সফরে প্রথম টি–টোয়েন্টিতে হেরে যাওয়ার পর তাই কেউ হয়তো তেমন বিস্মিত হয়নি। দ্বিতীয় টি–টোয়েন্টিতে ৭ উইকেটে জিতে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ ম্যাচে বাংলাদেশকে ১০ রানে হারিয়ে সিরিজ জিতে নেয় জিম্বাবুয়ে।

ওয়ানডে ক্রিকেটে তো বাংলাদেশ বরাবরই একটু ভালো খেলে। কিন্তু জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটাও বাংলাদেশ শুরু করেছে হার দিয়ে। টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ সেই ম্যাচে তুলেছিল ৩০৩ রান। রান তাড়া করতে নেমে ৬ রানে ২ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। তৃতীয় উইকেট হারায় তারা ৬২ রানে। এরপর ইনোসেন্ট কাইয়া ও সিকান্দার রাজার অসাধারণ ব্যাটিংয়ে ৫ উইকেটে ম্যাচ জেতে জিম্বাবুয়ে।

ওয়ানডে সিরিজে ৩ ম্যাচের দুটিতেই ফিফটি করেছেন এনামুল
ছবি: এএফপি

প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের এমন খেলা দেখে একটু বিস্মিত হয়েছিলেন বাংলাদেশের খেলোয়াড়েরা। দ্বিতীয় ম্যাচের গল্পটাও একই রকমের। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৯০ রান করে বাংলাদেশ। রান তাড়া করতে নেমে ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। এরপর দারুণ এক জুটি গড়েন সিকান্দার রাজা ও রেজিস চাকাভা। শেষ পর্যন্ত ম্যাচটি জেতে তারা ৫ উইকেটে, তা–ও আবার ১৫ বল হাতে রেখে।

দ্বিতীয় ম্যাচে ৪ উইকেট পড়ে যাওয়ার পর রাজা ও চাকাভা যখন উইকেটে থিতু হয়ে যান এবং ক্রমেই ভয়ংকর হয়ে উঠতে থাকেন, ভয়ই পেয়ে গিয়েছিলেন বাংলাদেশের খেলোয়াড়েরা। জিম্বাবুয়ে সফর শেষে আজ দেশে ফিরে বাংলাদেশের ওপেনার এনামুল হক এমন কথাই বলেছেন, ‘অবশ্যই আমরা প্রথম ম্যাচটা হারার পর অনেক বেশি বিস্মিত হয়েছি...দ্বিতীয় ম্যাচে যখন দেখলাম যে একই পথে ওরা আগাচ্ছে, আমরা একটু নার্ভাস ছিলাম ওই সময়টাতে।’

ওয়ানডের আগেই টি–টোয়েন্টি সিরিজে হেরেছে বাংলাদেশ। তাহলে শুধু ওয়ানডেতে হেরে যাওয়ার পরই কেন বিস্মিত হয়েছিলেন খেলোয়াড়েরা? এর ব্যাখ্যাও দিয়েছেন এনামুল, ‘আপনি যদি টি-২০ ধরেন, এটা আমরা সবাই জানি এবং বাংলাদেশের সবাই জানে যে আমরা টি-২০তে ভালো করছি না। আসলে ওয়ানডে ক্রিকেট তো আমরা দুই বছর ধরে খুব ভালো খেলছি।’

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারাটা এনামুলের কাছে দুর্ভাগ্যই মনে হয়, ‘বাংলাদেশ দল কিন্তু ওয়ানডেতে অনেক ভালো। আমরা প্রতিটা খেলোয়াড়ই বিশ্বাস করি, আমাদের প্রক্রিয়া ঠিক থাকলে আর শতভাগ দিয়ে সবাই খেলতে পারলে যেকোনো দলের বিপক্ষেই সিরিজ জেতা সম্ভব।’

জিম্বাবুয়ে সফরটা ভালো কাটেনি বাংলাদেশের
ছবি: এএফপি

অনেক দিন পর জাতীয় দলে ফিরে টি–টোয়েন্টিতে ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেননি এনামুল। তবে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে দুটি ফিফটি পেয়েছেন। নিজের ব্যাটিং নিয়ে তাঁর কথা, ‘আসলে অনেক দিন পর দলে এসে প্রতিটি খেলোয়াড়ের কাছ থেকে দারুণভাবে সমর্থন পেয়েছি। আমার মনে হয় যে প্রতিটি খেলোয়াড়ই চাইছিল যে আমি রান করি। সবার দোয়া ছিল, সবাই চেয়েছিল বলেই আমার পারফরম্যান্স করা অনেক সহজ হয়েছে।’