পন্তের ডিগবাজি আর নাজমুলের শুকরিয়া

আজ গলে শেষ হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট। আর হেডিংলিতে ইংল্যান্ড-ভারত মুখোমুখি হয়েছে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলায়। দুই ম্যাচের চমকপ্রদ ছবি দেখুন এই আয়োজনে—
১ / ৭
কিছু একটা নিয়ে মুশফিকুর রহিমের সঙ্গে মজা করছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। পাশে দাঁড়িয়ে দিনেশ চান্ডিমাল। কী নিয়ে মজা হচ্ছিল তাঁরাই ভালো বলতে পারবেন। তবে ছবি দেখে যে কেউ ভাবতে পারেন, ম্যাথুস বোধ হয় মুশফিককে বলছেন ‘তোমার দাড়িটা দেখি...!’
এএফপি
২ / ৭
সেঞ্চুরি উদ্‌যাপনে কত কিছুই না করেছেন। লাফিয়েছেন, চিৎকার করেছেন, স্রষ্টার প্রতি কৃতজ্ঞতায় সেজদা দিয়েছেন। আর সেজদা শেষে মোনাজাতও করেছেন নাজমুল হোসেন
এএফপি
৩ / ৭
মুশফিকের মাঠ ছাড়ার ছবি দেখেই বোঝা যাচ্ছে এই প্রস্থান সুখকর কিছু নয়। পেছনে বড় পর্দায় ফুটে উঠল মূল কারণও, যা ধরা পড়েছে আলোকচিত্রীর ক্যামেরায়
এএফপি
৪ / ৭
বাংলাদেশের বিপক্ষে গল টেস্টের মাধ্যমে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ৩৮ বছর বয়সী ক্রিকেটারকে সতীর্থরা বিদায় দিলেন কাঁধে চড়িয়ে মাঠ ঘুরিয়ে
এএফপি
৫ / ৭
হেডিংলিতে ইংল্যান্ড-ভারত দ্বিতীয় দিনের খেলা দেখতে গেছেন সাবেক ক্রিকেটার ও খ্যাতিমান আম্পায়ার ডিকি বার্ড। মজার বিষয় হচ্ছে, ১৯৭৫ সালের এই দিনে লর্ডসে প্রথম বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারিং করেছিলেন তিনি। খেলা শুরুর আগে বার্ডের সঙ্গে ছবি তোলেন তাঁরই সমবয়সী এক ক্রিকেটপ্রেমী
রয়টার্স
৬ / ৭
এই মিউজিশিয়ানরা এসেছে হেডিংলিতে। ভারত-ইংল্যান্ড ম্যাচে দলকে সমর্থন জানাতে
রয়টার্স
৭ / ৭
সেঞ্চুরির আনন্দে ডিগবাজি দিলেন ঋষভ পন্ত। আজ হেডিংলিতে
এএফপি